For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

T20 World Cup : একই সূত্রে মিলতে চলেছে সিএসকে ও টিম ইন্ডিয়া, কী জানাচ্ছে বিসিসিআই

T20 World Cup : একই সূত্রে মিলতে চলেছে সিএসকে ও টিম ইন্ডিয়া, রহস্যটা ঠিক কোথায়?

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলের ফাইনাল শেষ হওয়ার দুই দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট দলের অভিযান শুরু হবে এক সপ্তাহ পরে। তবু অক্টোবরের শুরুতেই দুবাই পৌঁছে যাচ্ছেন টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফরা। যে হোটেলে উঠবেন, আইপিএল শেষ হওয়ার পর সেখানেই তাঁদের সঙ্গে মিলিত হবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। কোন সে হোটেল, তার ইঙ্গিত পাওয়া গেল অবশেষে।

কোথায় থাকবে টিম ইন্ডিয়া

কোথায় থাকবে টিম ইন্ডিয়া

সংযুক্ত আরব আমিরশাহীতে আর কিছুদিন পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। তার আগে ওই দেশেই আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা। টুর্নামেন্ট শেষ হতেই এক জায়গায় মিলিত হবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে প্রতিনিধিত্ব করা টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার। তাঁরা দুবাইয়ের বিলাসবহুল TH8 Palm হোটেলে উঠবেন বলে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে। ২ অক্টোবর দুবাই পৌঁছচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফরা। তাঁরা সরাসরি ওই হোটেলে উঠবেন বলেও জানানো হয়েছে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে মিল

চেন্নাই সুপার কিংসের সঙ্গে মিল

করোনা ভাইরাসের জেরে চার মাস থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার অনেক আগেই দুবাই পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইসিসির প্র্যাকটিস গ্রাউন্ডে এমএস ধোনিদের অনুশীলন শুরু হয়েছিল অন্যান্য দলগুলির তুলনায় আগে। তার সুফলও পাচ্ছে সিএসকে। ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে ধোনি শিবির। দুবাইয়ের যে হোটেলে সুরেশ রায়নারা উঠেছেন, সেখানেই টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের রাখা হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

অক্টোবরে শুরু টি২০ বিশ্বকাপ

অক্টোবরে শুরু টি২০ বিশ্বকাপ

২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

ভারতের প্রথম ম্যাচ

ভারতের প্রথম ম্যাচ

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। ওইদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মোকাবিলায় নামবে টিম ইন্ডিয়া।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Chennai Super Kings team hotel in Dubai likely to be Team India's home for T20 World Cup 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X