For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ইনিংসে চার Mankading! বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঁকড়ীয় আউটের মেলার ভিডিও ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

ম্যানকাডিং বা মাঁকড়ীয় রান আউট। বোলার বল করার সময় যদি দেখেন নন-স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান স্টাম্প ছেড়ে বেরিয়ে গিয়েছেন তাহলে তিনি রান আউট করতে পারেন। ক্রিকেটে এটি স্বীকৃতই শুধু নয়, ভারতের এক কিংবদন্তির নামেই এই আউটের নামকরণ। ১৯৪৭-৪৮ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে এমন আউট করেছিলেন ভিনু মানকড়। ক্রিকেটে এমন আউট প্রথন বলে তা ভিনু মানকড়েরই নামাঙ্কিত হয়। ক্রিকেটে এমন আউট স্পিরিটের বিরোধী কিনা তা নিয়ে তর্ক চললেও এই আউট স্বীকৃত। অনেক উদাহরণও রয়েছে। সেই তালিকায় এবার যোগ হল মহিলাদের ক্রিকেট।

বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঁকড়ীয় আউটের মেলার ভিডিও ভাইরাল

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বোলার ব্যাটসম্যানকে সতর্ক করেছেন। তারপরও ব্যাটসম্যান কথা না শোনার মাশুলও দিয়েছেন মাঁকড়ীয় রান আউট হয়ে। তবে একটি ম্যাচে চারজনের একইভাবে আউটের নজির নেই। যা হল মহিলাদের টি ২০ বিশ্বকাপে আফ্রিকান কোয়ালিফায়ারে ক্যামেরুন বনাম উগান্ডা ম্যাচে। উগান্ডার চার ব্যাটারকে মাঁকড়ীয় পদ্ধতিতে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ক্যামেরুনের পেসার মেভা দৌমা। যার ফলে ১ উইকেটে ১৫৩ থেকে ১৮৬ রানে ছয় উইকেট হারায় উগান্জা। এই প্রথম ক্যামেরুন প্রথম কোনও আইসিসি ইভেন্ট খেলছে।

ম্যাচের ষোড়শ ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে যথাক্রমে কেভিন আউইনো ও রিটা মুসামালিকে মাঁকড়ীয় পদ্ধতিতে রান আউট করেন দৌমা। তিনি শেষ ওভার বল করতে এসেও একইভাবে দুজনকে রান আউট করেন। ইনিংসের শেষ ওভারের প্রথম ও শেষ বলে আউট হন যথাক্রে ইমাকুলেট নাকিসুয়ি ও জানেত মাবাজি। যদিও ১৪.৩ ওভারে মাত্র ৩৫ রানেই গুটিয়ে যায় ক্যামেরুন। চারজন ব্যাটারকে একইভাবে মাঁকড়ীয় রান আউট করলেও মাঠে একেবারেই মাথা গরম করতে বা প্রতিবাদ করতে দেখা যায়নি উগান্ডাকে।

টেস্টে ভিনু মানকড় প্রথম এমন রান আউট করেছিলেন। এ ছাড়া টেস্ট ক্রিকেটে আরও তিনটি নজির রয়েছে এমন আউটের। শেষ এমন আউট টেস্টে দেখা গিয়েছে ১৯৭৮-৭৯ সালে। একদিনের আন্তর্জাতিকে চারবার এমন নজির রয়েছে, শেষ হয়েছে ২০১৪ সালে। টি ২০ আন্তর্জাতিকে ক্যামেরুন-উগান্ডা ম্যাচের আগে একটিই নজির ছিল। ২০১৬ সালের এশিয়া কাপ কোয়ালিফায়ারে। তবে একই ম্যাচে চারজনকে ম্যানকাডিং করায় বিশ্বরেকর্ডটি দখলে গেল ক্যামেরুনের মহিলা দলের মেভা দৌমার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫টি, টি ২০ লিগ ক্রিকেটে ২টি নজির যেমন রয়েছে তেমনই অনেক বোলার ম্যানকাডিংয়ের সুযোগ থাকলেও সে পথে হাঁটেননি। এই তালিকায় নাম রয়েছে কোর্টনি ওয়ালশ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ রফিক, ক্রিস গেইল, ক্রুণাল পাণ্ডিয়ার মতো ক্রিকেটারদের। এমনকী সেটা আইপিএলেও হয়েছে।

English summary
Cameroon Fast Bowler Maeva Douma Ran Four Uganda Oatters Via Mankading In Women's T20 WC Qualifier. Cameroon Competing In An ICC Event For The First Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X