For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেকেআরকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী, ফাইনাল খেলবে এই দল, বাজি ব্রেট লি'র

আইপিএল ২০২০: কেকেআরকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী, ফাইনাল খেলবে এই দল, বাজি ব্রেট লি'র

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার আর মাত্র ৮ দিন, তারপরই আইপিএলের ঢাকে কাঠি। করোনা ধাক্কা সামনে আমিরশাহীর মাটিতে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের আসর বসতে চলেছে। ধোনির চেন্নাই বনাম রোহিত শর্মার মুম্বই ইন্সিয়ান্স ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু। তার আগে ১৩ তম আইপিএলের আসরে সম্ভাব্য ফাইনালিস্ট ও প্লে-অফের দল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ব্রেট লি।

আইপিএল ২০২০তে কে হবে চ্যাম্পিয়ন

আইপিএল ২০২০তে কে হবে চ্যাম্পিয়ন

ইনস্টাগ্রামে ক্রিকেট নিয়ে আড্ডায় ফ্যানেদের থেকে প্রশ্ন নিয়েছেন ব্রেট লি। যেখানে লি'কে এবছর কোন দল সম্ভাব্য চ্যাম্পিয়ন হতে পারে প্রশ্ন করা হয়েছে। উত্তরে লি জানান, 'আইপিএলের মতো টুর্নামেন্টে কারা চ্যাম্পিয়ন হতে পারে ভবিষ্যদ্বাণী করা মুশকিল, তবুও অভিজ্ঞতার কারণেই চেন্নাই সুপার কিংসকে এগিয়ে রাখব।'

চেন্নাই দলে নেই রায়না-ভাজ্জি

চেন্নাই দলে নেই রায়না-ভাজ্জি

ব্রেট লি আইপিএলে এবছর চেন্নাই সুপার কিংসকে বাজি ধরলেও রায়না ও ভাজ্জির না থাকা ফ্র্য়াঞ্চাইজির কাছে বলে ক্রিকেট মহল মনে করছে। আইপিএল খেলতে গিয়েও ব্য়ক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন রায়না। মিডল অর্ডারের তারকা ব্যাটসম্যান ও সহঅধিনায়কের অভাব সিএসকে দল কীভাবে পূরণ করে সেটাই এখন দেখার। অন্যদিকে ব্য়ক্তিগত কারণে এবছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হরভজন সিং। দুই ক্রিকেটারকে ছাড়া চেন্নাই কীভাবে আইপিএলে এগিয়ে যাবে সেই নিয়ে লি অবশ্য কোনও মন্তব্য করেননি।

প্লে-অফ খেলবে কেকেআর?

প্লে-অফ খেলবে কেকেআর?

আড্ডায় ব্রেট লির চোখে নাইটদের বোলিং কতটা শক্তিশালী, সেই নিয়ে এক ফ্যান প্রশ্ন করেছেন। যার উত্তরে লি জানান, 'এবছর নাইট রাইডার্সের বোলিং সত্যিই দারুণ শক্তিশালী। এবছর কেকেআর পয়েন্ট টেবিলের প্রথম চারে থেকে প্লে-অফ খেলার দাবিদার।' সঙ্গে প্যাট কামিন্সকে বিশ্বমানের পেসার বলেও লি প্রশংসা করেন।

শেষ বার আমিরশাহীতে নাইটদের পারফর্ম্যান্স

শেষ বার আমিরশাহীতে নাইটদের পারফর্ম্যান্স

প্রসঙ্গত ৬ বছর আগে ২০১৪ সালে আমিরশাহীতে আইপিএল খেলতে এসে চ্য়াম্পিয়ন হয়েছিল কেকেআর। গৌতম গম্ভীররে অধিনায়কত্বে কাপ জিতেছিল কলকাতার ফ্রাঞ্চাইজি। এবার দীনেশের দল আমিরশাহীতে খেলতে এসে তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

English summary
Brett Lee picks the CSk as winner of IPL 2020, predicts KKR to reach play-offs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X