For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে সামিল দেশের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন, সঙ্গী বিবিধ সহায়তা

করোনা যুদ্ধে সামিল দেশের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন, সঙ্গী বিবিধ সহায়তা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছে দেশের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবিআই। সমর্থনম ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিত প্রয়াসে তারা অতিমারী পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠন করতে চলেছে। যেখানে জমা করা অর্থে হাসপাতালের বেড, সেফটি কিট ও অক্সিজেন কনসেনট্রেটর কিনে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

করোনা যুদ্ধে সামিল দেশের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন, সঙ্গী বিবিধ সহায়তা

করোনা ভাইরাসের আবহে দেশে আপাতত বন্ধ রয়েছে ক্রিকেট। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, তা বোঝা যাচ্ছে না। এই দুঃসময়ে ক্রিকেটের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবিআই। সমর্থনম ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিত প্রয়াসে এক বছর আগে তাদের শুরু করা প্রচেষ্টা এবার আরও গতি পেতে চলেছে। সম্মিলিত ভাবে এই যুদ্ধ জয় করা সম্ভব বলে মনে করে সিএবিআই।

করোনা ভাইরাসের প্রথম পর্বে পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবারের ৪ লক্ষ প্যাকেট সরবরাহ করেছিল সমর্থনম। তাদের উদ্যোগে কোভিড ১৯-এর বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা কর্মীদের ৬৫ হাজার সেফটি কিটও দেওয়া হয়েছিল। সমাজের পিছিয়ে থাকা মানুষদের ৫০ হাজার শুকনো রেশন দান করেছিল ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সেই তাদেরই উদ্যোগে গত বছর দিল্লি এবং বেঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে ৩০টি আইসিইউ বেড সরবরাহ করা হয়েছিল।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের নড়চড়ে বসেছে সমর্থনম। তাদের সঙ্গে জুটি বেঁধেছে দেশের দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবিআই। ইতিমধ্যেই বড় কর্পোরেটরদের সহযোগিতায় ত্রাণ বাবদ ২০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে। সেই টাকা দিয়ে ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনা হবে বলে জানানো হয়েছে।

English summary
Blind Cricket Association of India has came across to help country in covid 19 crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X