For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপেই চাহালকে টপকালেন ভুবনেশ্বর, ভারতীয় বোলার হিসেবে গড়লেন অনন্য নজির

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে ভারতকে ভরসা দিলেন ভুবনেশ্বর কুমার। রোহিত শর্মার দলের হয়ে বোলিং ওপেন করে তিনি চার ওভারে ২২ রান খরচ করে একটি উইকেট দখল করেন। পাকিস্তান ইনিংসের শেষ ওভারটি করতে এসে তিনি তুলে নেন শাহিন শাহ আফ্রিদির উইকেট। এর ফলে একটি অনন্য নজিরও গড়ে ফেলেন তিনি।

ভারতীয় বোলার হিসেবে গড়লেন অনন্য নজির ভুবির

ভুবনেশ্বর কুমারের বলে আফ্রিদি আউট হন ৮ বলে ১৬ রান করে। ১৯.২ ওভারে আফ্রিদি আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫১। সেখান থেকে বাবর আজমের দল তোলে ৮ উইকেটে ১৫৯। আফ্রিদির উইকেটটি যথাসময়ে তুলে নেওয়ায় পাকিস্তানকে ১৬০ রানের কমে বেঁধে ফেলতে সক্ষম হয় ভারত। পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যে ভুবনেশ্বরের প্রথম দুই ওভারে ৫ রানের বেশি তুলতে পারেননি পাক ব্য়াটাররা। পঞ্চম ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে গিয়ে ৯ রান দেন ভুবি।

এই ম্যাচে নিজের চতুর্থ ওভারটি করতে গিয়ে তিনি আফ্রিদির উইকেটটি নিয়ে টপকে যান যুজবেন্দ্র চাহালকে। টি ২০ আন্তর্জাতিকে আপাতত ভুবনেশ্বর কুমারই ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারী। ৮০টি টি ২০ আন্তর্জাতিকে ভুবির উইকেটসংখ্যা দাঁড়াল ৮৬। সেরা বোলিং চার রানে পাঁচ উইকেট। গড় ২২.৫৪, ইকনমি ৭.০৭। ইনিংসে চার উইকেট নিয়েছেন তিনবার, পাঁচ উইকেট দখল করেছেন ২ বার। যুজবেন্দ্র চাহাল গতকাল প্রথম একাদশে ছিলেন না। তিনি ৬৯টি ম্যাচে নিয়েছেন ৮৫টি উইকেট।

টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ভুবি রয়েছেন ১১ নম্বরে। সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক উইকেট রয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদির। দ্বিতীয় স্থানে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান, তাঁর উইকেট সংখ্যা ১২৩টি। তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান (১১৯ উইকেট)। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা ১০৭টি এবং নিউজিল্যান্ডের ইশ সোধি ১০৪টি উইকেট দখল করেছেন টি ২০ আন্তর্জাতিকে। তালিকায় ৬ থেকে ১০ অবধি রয়েছেন যথাক্রমে শাহিদ আফ্রিদি ((৯৮ উইকেট), মুস্তাফিজুর রহমান (৯৪ উইকেট), ক্রিস জর্ডন (৯০ উইকেট), আদিল রশিদ (৮৯ উইকেট) ও শাদাব খান (৮৭ উইকেট)। ভারতীয়দের মধ্যে চাহালের পিছনে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি চোটের কারণে টি ২০ বিশ্বকাপে নেই। বুমরাহ টি ২০ আন্তর্জাতিকে ৭০টি উইকেট নিয়েছেন। পেসার হিসেবে দেখলে এই তালিকায় ভারতীয়দের মধ্যে বুমরাই রয়েছেন ভুবির পরে।

English summary
Bhuvneshwar Kumar Overtakes Yuzvendra Chahal To Become Highest Wicket-Taker For India In T20Is. He Has Bagged The Wicket Of Pakistan's Shaheen Shah Afridi At MCG.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X