For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বাংলাদেশে হার : মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কী বলছেন সতীর্থরা

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৪ জুন : মহেন্দ্র সিং ধোনির জন্য সময়টা ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছে সিরিজ হেরে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করায় অভিমানী ধোনি অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

এর আগে হঠাৎ করেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের মাঝে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ধোনি। এবারও তেমন কিছু করবেন না এমন আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে পরিস্থিতি যাই হোক, পুরনো থেকে বর্তমান, তাঁর সঙ্গে খেলা ক্রিকেটাররা কিন্তু ধোনির পাশেই দাঁড়িয়েছেন। শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, সুরেশ রায়না, বিরাট কোহলি, সকলেই ধোনির হয়ে ব্যাট ধরেছেন। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে কি বলছেন তাঁর সতীর্থরা।

ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

আপনার অধিনায়কের নাম যদি হয় মহেন্দ্র সিং ধোনি এবং তিনি যদি ২৫ তলা থেকে ঝাঁপ দিতে বলেন, তাহলে নির্দ্বিধায় আমি দু'বার না ভেবে তাই করব।

রবিন উথাপ্পা

রবিন উথাপ্পা

একবার ধোনি বলেছিলেন, "আমি এমন ১৪ জন খেলোয়াড় চাই যারা আমার কথায় চলন্ত ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়তে পারবে।" আমি তৈরি রয়েছি।

সুরেশ রায়না

সুরেশ রায়না

ধোনির টেস্ট অবসরের পর সুরেশ রায়না লিখেছিলেন, "বীরের মতো নেতৃত্ব দিয়েছো। বীরের মতো চলে গেলে।" আর গতকাল টুইটারে তাঁর প্রিয় অধিনায়ককে 'শ্রদ্ধা' জানিয়েছেন রায়না।

আর অশ্বিন

আর অশ্বিন

"ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। এই সময়ে আপনি আপনার নেতাকে সমর্থন করবেন না তো কখন করবেন? আমার অধিনায়ক যদি আমাকে মাঠে প্রাণত্যাগ করতে বলেন, তাহলে আমি তাই কবর।"

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

"আমার কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনির অবদান অনেক। আমাকে সফল হতে সাহায্য করেছেন তিনি।"

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

"ধোনির নেতৃত্বে খেলা উপভোগ করেছি। খুব সহজভাবে নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।"

শচীন তেন্ডুলকর

শচীন তেন্ডুলকর

"যে ক'জন অধিনায়কের নেতৃত্বে খেলেছি, ধোনি তাঁদের মধ্যে সেরা।"

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

"ধোনিকে ছুঁড়ে ফেলার চেষ্টা করবেন না। তাঁকে সম্মান দেওয়ার চেষ্টা করুন।"

English summary
Best quotes on 'legend' MS Dhoni from team-mates; Players ready to 'die', 'jump'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X