For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'টি-২০ ক্রিকেটে পন্থকে ওপেনার হিসেবে খেলানো হোক, চারে আসুক রোহিত', বিশ্বকাপের আগে পরামর্শ দিগ্গজ ক্রিকেটারের

'টি-২০ ক্রিকেটে ঋষভ পন্থকে ওপেনার হিসেবে খেলানো হোক, চারে আসুক রোহিত', বিশ্বকাপের আগে পরামর্শ দিগ্গজ ক্রিকেটারের

Google Oneindia Bengali News

টি-২০ ক্রিকেটে রানের খরা দেখা গিয়েছে ঋষভ পন্থের ব্যাটে। দীর্ঘ দিন ধরেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে রান নেই এই উইকেটরক্ষকের ব্যাটে। এশিয়া কাপেও বড় রানের মুখ দেখেননি ঋষভ। এই পরিস্থিতিতে ঋষভকে রানে ফেরাতে তাঁর ব্যাটিং পজিশনে পরিবর্তন আনার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন টেস্ট তারকা ওয়াসিম জাফর।

রোহিতকে চারে খেলার পরামর্শ জাফরের:

রোহিতকে চারে খেলার পরামর্শ জাফরের:

ওয়াসিম জাফর যেমন মনে করেন ঋষভ পন্থকে ওপেনিং-এ খেলালে তাঁর থেকে সেরাটা বের করে আনা যাবে তেমনই সেই জায়গা ঋষভকে দেওয়ার জন্য তিনি জানিয়েছেন ভাবনা চিন্তা করার সময় এসে গিয়েছে রোহিত শর্মা। তিনি সমাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোহিতের প্রয়োজন সেই সিদ্ধান্ত নেওয়া যাতে ঋষভ ওপেন করে পারে। রোহিতের মধ্যে সেই ক্ষমতা রয়েছে চারে ব্যাটিং করে বড় রান করার।

রোহিতকে চারে খেলার পরামর্শ জাফরের:

রোহিতকে চারে খেলার পরামর্শ জাফরের:

ওয়াসিম জাফর যেমন মনে করেন ঋষভ পন্থকে ওপেনিং-এ খেলালে তাঁর থেকে সেরাটা বের করে আনা যাবে তেমনই সেই জায়গা ঋষভকে দেওয়ার জন্য তিনি জানিয়েছেন ভাবনা চিন্তা করার সময় এসে গিয়েছে রোহিত শর্মা। তিনি সমাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোহিতের প্রয়োজন সেই সিদ্ধান্ত নেওয়া যাতে ঋষভ ওপেন করে পারে। রোহিতের মধ্যে সেই ক্ষমতা রয়েছে চারে ব্যাটিং করে বড় রান করার।

টুইটারে যা লিখেছেন জাফর:

ওয়াসিম জাফর টুইটারে লিখেছেন, "আমি এখনও মনে করি ঋষভ পন্থ যদি ওপেন করে তা হলে ওর থেকে সেরাটা দেখতে পাব আমরা। পরিবর্তে রোহিত চার নম্বরে খেলতে পারে। এমএস ২০১৩ চ্যম্পিয়ন্স ট্রফির আগে রোহিতকে ওপেনিং-এ খেলায় এবং বাকিটা ইতিহাস। কেএল, পন্থ, ভিকে, রোহিত, স্কাই আমার সেরা পাঁচ।" উল্লেখ্য ২০২২ সালে দু'টি টি-২০ ম্যাচে ওপেনিং করেছিলেন ঋষভ পন্থ। ১৩০ স্ট্রাইক রেটে ২৭ রান করেছিলেন তিনি।

এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতের দল:

এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতের দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

মাস্ট উইন ম্যাচে দুরন্ত জয় ভারতের মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ভাগ্যনির্ধারণ লক্ষ্ণীবারে মাস্ট উইন ম্যাচে দুরন্ত জয় ভারতের মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ভাগ্যনির্ধারণ লক্ষ্ণীবারে

English summary
Best of Rishabh Pant may come as opener said Wasim Jaffer. He feels Rohit should place himself at no 4 to promote pant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X