For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না বিসিসিআই

আইপিএল ২০২০ : প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে আইপিএল। তার আগে টুর্নামেন্টের প্লে-অফের পুরস্কার মূল্য কেটে অর্ধেক করে দেওয়ার যে সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে, তার বিরোধিতা করেছে ফ্রাঞ্চাইজিগুলি। তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ড নিজের সিদ্ধান্তে অনড় থাকবে বলে আভাস দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আগামী ২৯ মার্চ মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। প্রথম ম্যাচে হোম টিম তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রার্নাস চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের লিগের ম্যাচ শেষ হবে ১৭ মে। এরপরেই শুরু হবে প্লে-অফ। আইপিএলের ফাইনাল ২৪ মে হবে বলে খবর।

প্লে-অফের পুরস্কার মূল্য

প্লে-অফের পুরস্কার মূল্য

আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই প্রস্তাব গৃহীত হতেই তা সার্কুলারের আকারে আইপিএলের গভর্নিং কাউন্সিলের ঘরে গিয়ে পৌঁছয়। নির্দেশ অনুযায়ী, আইপিএলের ১৩তম সংস্করণের চ্যাম্পিয়ন দল পাবে দশ কোটি টাকা। রার্নাস দলকে দেওয়া হবে ৬.২৫ কোটি। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই দলকে ৪.৩৭৫ কোটি টাকা করে দেওয়ার হবে ওই সার্কুলারে জানানো হয়েছে।

আগের পুরস্কার মূল্য

আগের পুরস্কার মূল্য

২০১৯ সালের আইপিএলের চ্যাম্পিয়ন দল অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স পায় ২০ কোটি টাকা। রানার্স অর্থাৎ চেন্নাই সুপার কিংস পেয়েছিল ১২.৫ কোটি টাকা। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই দলকে ৮.৭৫ কোটি টাকা দেওয়া হয়েছিল।

ফ্রাঞ্চাইজিগুলির ক্ষোভ

ফ্রাঞ্চাইজিগুলির ক্ষোভ

আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করে দেওয়ার জন্য বিসিসিআই-র প্রস্তাবে খুশি নয় টুর্নামেন্টে অংশ নিতে চলা ফ্রাঞ্চাইজিগুলি। তারা নিজেদের অসন্তোষের কথা আইপিএল চেয়ারম্যানকে জানায়।

কী বললেন ব্রিজেশ প্যাটেল

কী বললেন ব্রিজেশ প্যাটেল

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্রাঞ্চাইজিগুলির অসন্তোষ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তবে বিসিসিআই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না বলেও জানিয়েছেন ব্রিজেশ।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে করোনা থাবা: এড়িয়ে যাওয়া হবে করমর্দনভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে করোনা থাবা: এড়িয়ে যাওয়া হবে করমর্দন

English summary
BCCI will not reconsider IPL playoff fund, says chief Brijesh Patel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X