For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

T20 World Cup : ফাইনালে মাঠে পরিপূর্ণ দর্শক দেখতে চায় সৌরভের বিসিসিআই, পাশে ইসিবি

টি২০ বিশ্বকাপের জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠ ভর্তি রাখার জন্য সংযুক্ত আরব আমিরশাহী সরকারকে আবেদন বিসিসিআইয়ের।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে গত মরসুমের মতো চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব চলছে সংযুক্ত আরব আমিরশাহীতে। সীমিত সংখ্যক দর্শক মাঠে বসে প্রিয় ক্রিকেটারদের যুদ্ধ দেখার সুযোগ পাচ্ছেন। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগ শেষ হলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। তুলনামূলক অতিমারীর প্রভাবমুক্ত আমিরশাহীতেই হবে এই টুর্নামেন্ট। ফলে সেখানেও জারি থাকবে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকারের ক্ষেত্রে একই বিধি। তা মেনে নিয়েও কেবল ফাইনালের জন্য সেই নিয়মে পরিবর্তন চায় বিসিসিআই। এ ব্যাপারে আমিরশাহী প্রশাসনকে বিশেষ অনুরোধও করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। পাশে দাঁড়িয়েছে আমিরশাহী ক্রিকেট প্রশাসন।

বিসিসআইয়ের আবেদন

বিসিসআইয়ের আবেদন

চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মেগা ইভেন্ট আয়োজনের দায়িত্ব পালন করবে ভারতীয় ক্রিকেট বোর্ডই। এই বড় কাজে আমিরশাহী ক্রিকেট বোর্ডের সহায়তা পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। দুই সংস্থার যৌথ আলোচনার মাধ্যমে উঠে আসা ইচ্ছার কথা সংযুক্ত আরব আমিরশাহী সরকারকে জানানো হয়েছে বলে খবর। সে অনুযায়ী বিসিসিআই ও ইসিবি নাকি চায় যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারি কাণায় কাণায় পূর্ণ থাকুক। দুবাইয়ের স্টেডিয়ামে এক সঙ্গে ২৫ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। তাঁদের গর্জন ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবে বলে মনে করে বিসিসিআই ও ইসিবি।

আইপিএলে দর্শক

আইপিএলে দর্শক

করোনা ভাইরাসের আবগে ২০২০ সালের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। দর্শকশূন্য স্টেডিয়ামে সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজন করে বিসিসিআইয়ের মন জয় করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড। তাই অতিমারীর জেরে থমকে যাওয়া চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্ব দুবাই, আবু ধাবি ও শারজাতেই চলছে। তবে পার্থক্য একটাই, এবার স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। প্রতি স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার খানিকটা অংশ কমিয়ে প্রতি ম্যাচের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। দর্শকদের আরটি-পিসিআর রিপোর্ট এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেট নিয়ে মাঠে প্রবেশ করতে হচ্ছে।

ছবি সৌজন্যে বিসিসিআই/আইপিএল

পাঁচ বছর পর টি২০ বিশ্বকাপ

পাঁচ বছর পর টি২০ বিশ্বকাপ

২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে তা দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

টি২০ বিশ্বকাপের অ্যান্থেম

টি২০ বিশ্বকাপের অ্যান্থেম

সরকারি গান বা অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করে আইপিএলের আবহে টি২০ বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেটেড ভিডিও বা ফিল্ম লঞ্চ করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। যার সুর দিয়েছেন ভারতের অমিত ত্রিবেদী। যিনি ক্যালিপসোর সঙ্গে ভারতীয় সুরের মিশ্রণ ঘটিয়ে বিশ্বের সামনে এক অনবদ্য সৃষ্টি তুলে ধরেছেন। বাস্তব থেকে কল্পিত দুনিয়ায় প্রবেশের এই সেমি-অ্যানিমেটেড কাহিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। যেখানে জামাইকা, মুম্বই, অকল্যান্ড ও করাচিতে বসে থাকা তরুণ প্রজন্মকে টুর্নামেন্টের সঙ্গে নিবিষ্ট হতে দেখা গিয়েছে। সেই চরিত্রগুলিই মুহুর্তে পৌঁছে যাচ্ছে অ্যানিমেটেড জগতে। ক্রিকেট মাঠে আগুন ঝরাচ্ছে নবীনেরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
BCCI seeks permission from UAE Government to have full capacity crowd for final of T20 World Cup in Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X