For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে সুযোগ পেতে কোন দুই বিষয় বাধ্যতামূলক? ফিটনেসে জোর দিয়ে গাইডলাইন কড়া বিসিসিআইয়ের

Google Oneindia Bengali News

এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পর আজ পারফরম্যান্সের পর্যালোচনা বৈঠক সারল বিসিসিআই। তাতে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ-র হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ ও নির্বাচক প্রধান চেতন শর্মা।

বিসিসিআইয়ের রিভিউ মিটিং

বিসিসিআইয়ের রিভিউ মিটিং

মুম্বইয়ে এদিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনার কথা বিসিসিআইয়ের তরফে বিবৃতি মারফত জানানো হয়েছে। কোন প্লেয়ারদের কখন পাওয়া যাবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ফিটনেসের নানা মাপকাঠি নিয়ে আলোচনা চলে। চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। তার রোডম্যাপ নিয়েও এদিন আলোচনা হয়েছে।

ইয়ো ইয়ো টেস্ট ও ডেক্সা বাধ্যতামূলক

ইয়ো ইয়ো টেস্ট ও ডেক্সা বাধ্যতামূলক

বিসিসিআইয়ের তরফে সুপারিশ করা হয়েছে, জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনও উঠতি প্রতিভা বা ইমার্জিং প্লেয়ারকে ঘরোয়া ক্রিকেট মরশুমে আগে পর্যাপ্ত ম্যাচ খেলতে হবে। তারপরেই তাঁর নাম জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবে। দলে সুযোগ পেতে হলে ফিটনেসের বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তীর্ণ হতে হবে ইয়ো-ইয়ো টেস্টে। বোন ডেনসিটি স্ক্যান ডেক্সাকেও দলে সুযোগ পাওয়ার অন্যতম মাপকাঠি হিসেবে রাখা হয়েছে। প্লেয়ারদের যে সেন্ট্রাল পুল থাকবে তাতে এই দুটি বিষয়কে প্রয়োগ করতে হবে।

ফিটনেসে জোর

ফিটনেসে জোর

ভারতীয় দলের ক্রীড়াসূচি দেখে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলাকালীন ঠিক হয়েছে, যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে থাকবেন আইপিএলে তাঁদের দিকে নজর রাখবে ন্যাশনাল ক্রিকেট আকাদেমি। এনসিএ নিয়মিত যোগাযোগ রাখবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে। সবমিলিয়ে ওই ক্রিকেটারদের বিশ্বকাপে নিজেদের সেরাটা মেলে ধরার ক্ষেত্রে যাতে ফিটনেস বা চোট-আঘাত সমস্যা প্রতিবন্ধতা তৈরি না করে সে বিষয়ে সতর্ক বিসিসিআই।

সম্ভাব্য ২০ ক্রিকেটারের তালিকা তৈরি

সম্ভাব্য ২০ ক্রিকেটারের তালিকা তৈরি

বিসিসিআই সূত্রে খবর, এ বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারের একটি তালিকা তৈরি করা হয়েছে। যে ৩৫টি একদিনের আন্তর্জাতিক চলতি বছর ভারতের খেলার কথা তাতে এই ক্রিকেটারদেরই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। যাঁরা একাধিক ফরম্যাটে খেলেন তাঁদের ফিটনেসের উপরই বিশেষ নজর রাখা হবে।

English summary
BCCI Recommends Yo-Yo Test And Dexa As Part Of Selection Criteria. NCA Will Work In Tandem With The IPL Franchisee To Monitor The Targeted Indian Players Participating In The IPL 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X