For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা সেখানে পৌঁছবোই', হরমনপ্রীতদের এমন বার্তা দিয়ে কী বোঝালেন বিসিসিআই সভাপতি সৌরভ

'আমরা সেখানে পৌঁছবোই', হরমনপ্রীতদের এমন বার্তা দিয়ে কী বোঝালেন বিসিসিআই সভাপতি সৌরভ

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রীতিমতো পর্যুদস্ত হয়েছে ভারত। তা সত্ত্বেও হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ওমেন ইন ব্লু-রা টুর্নামেন্ট জুড়ে যে পারফরম্যান্স দিয়েছেন, তাতেই মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। শাফালি বর্মাদের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

এআইএডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজিআর

এআইএডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজিআর

১৯৮৭ সালের ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন এআইএডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজিআর। সোনালি পর্দার দুরন্ত অভিনেতা থেকে রাজনৈতিক মঞ্চের কিংবদন্তী নেতা।

ভারতের হার

ভারতের হার

মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানে হেরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। খেলার সবকটি বিভাগেই হরমনপ্রীত কৌরদের টেক্কা দেন আলিসা হিলিরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলেন অজিরা। জবাবে ৯৯ রানেই অল আউট হয়ে যায় ভারত।

জয়ললিতার প্রয়াণ

জয়ললিতার প্রয়াণ

এমজিআর-এর সঙ্গেই জীবনের প্রথম তামিল ছায়াছবি, তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা জয়ললিতার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ডিসেম্বরের ৫ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জয়ললিতা।

ব্যর্থ সব বিভাগ

ব্যর্থ সব বিভাগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পুরোপুরি ব্যর্থ হয় ভারতের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং বিভাগ। শুরু থেকেই অজি ব্যাটসম্যানদের লুজ বল দিতে থাকেন দীপ্তি শর্মা, শিখা পান্ডেরা। সঙ্গে চলে মিস ফিল্ডিং ক্যাচ ফেলার বহর। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় শাফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর সম্বৃদ্ধ ভারতের ব্যাটিং লাইন আপও।

দীর্ঘদিনের অসুস্থতা

দীর্ঘদিনের অসুস্থতা

জয়ললিতার মতোই এমজিআর-ও দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছিলেন।

ভেঙে পড়ে ভারতীয় দল

ভেঙে পড়ে ভারতীয় দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই শোচনীয় হার বরদাস্ত করতে পারেননি ভারতের মহিলা ক্রিকেটাররা। ম্যাচ শেষে দলের কনিষ্ঠ সদস্য শাফালি বর্মাকে কাঁদতে দেখা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে গলা জড়িয়ে যায় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরেরও।

সি রাজাগোপালচারি

সি রাজাগোপালচারি

এই দুই এআইএডিএমকে নেতার পাশাপাশি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল সি রাজাগোপালচারি ১৯৭২ সালের ২৫ ডিসেম্বর প্রয়াত হয়েছিল।

সৌরভের বার্তা

এই বিরাট ব্যর্থতায় ওমেন ইন ব্লু-র পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে লিখেছেন, 'আসলে অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলেছে। তারা নিজেদের ছাপিয়ে গিয়েছে। খেলায় হার-জিত রয়েছে। সেটা ভারতীয় মহিলাদের মেনেও নিতে হবে।' একই সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে ভারতীয় মহিলারাও টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। একদিন এই দল বিশ্বকাপ জিতবে বলেও আশা করেছেন মহারাজ।

ই ভি রামাস্বামী

ই ভি রামাস্বামী

এছাড়াও যুক্তিবাদী নেতা ইভি রামাস্বামী ১৯৭২ সালের ৯৪ সালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

সুনামি

সুনামি

এছাড়াও ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল তামিলনাড়ুতে। ৬১০০ জনের মৃত্যু হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগে।

ধোনিকে কোনও স্পোশাল সুযোগ নয়, আইপিএলে পারফর্ম কর দলে ঢোক! স্পষ্ট বার্তা!ধোনিকে কোনও স্পোশাল সুযোগ নয়, আইপিএলে পারফর্ম কর দলে ঢোক! স্পষ্ট বার্তা!

English summary
BCCI president Sourav Ganguly gave message to the Indian women's cricket team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X