For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণে কাবু একাধিক দল! রঞ্জি ট্রফি নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ

Google Oneindia Bengali News

বাংলা তো বটেই, দেশজুড়ে টি ২০-র মেজাজে ব্যাট করছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেভাবে বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আদৌ কি রঞ্জি ট্রফি আয়োজন করা সম্ভব হবে?

রঞ্জি ট্রফি নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার বাড়ি ফেরার পর আজ তিনি জানিয়ে দিলেন সূচি মেনেই হবে রঞ্জি ট্রফির সব খেলা। বিভিন্ন দলে করোনা সংক্রমণ ছড়ানোয় এদিনই অন্তত ৬ সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আই লিগ। গত বছর দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে গিয়ে জৈব সুরক্ষা বলয় ভেদ করে একাধিক দলে করোনা থাবা বসানোয় স্থগিত করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। বাংলা ও মুম্বই দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হওয়ার পর বোর্ড সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল রঞ্জি ট্রফি আয়োজনের ব্যাপারে। তখনই সংবাদসংস্থা এএনআইকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় তৈরি করে সূচি মেনেই চলবে রঞ্জি।

সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সৈফি, গীত পুরী, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব ও বাংলা দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা সকলেই বাংলা দলের অনুশীলনে এবং প্র্যাকটিস ম্যাচে উপস্থিত ছিলেন। এমনকী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও এদিন সন্ধ্যায় জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে তিনিও আইসোলেশনে রয়েছেন, অপেক্ষা করছেন রিপোর্ট আসার।

অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে মুম্বই দলের ভিডিও অ্যানালিস্ট করোনা আক্রান্ত হওয়ায় কলকাতায় আসতে পারেননি। বাংলা দলের সঙ্গে রঞ্জি শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আজই কলকাতায় এসেছে মুম্বই দল। দুবের জায়গায় দলে নেওয়া হয়েছে সাইরাজ পাতিলকে। ১৩ জানুয়ারি থেকে শুরু রঞ্জি। বাংলার প্রথম ম্যাচ বেঙ্গালুরুর আলুরে ত্রিপুরার বিরুদ্ধে। মুম্বই কলকাতায় খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। কাল জৈব সুরক্ষা বলয়ে থেকেই মুম্বই দল অনুশীলন করবে বেলা দেড়টা থেকে। বাংলা ও মুম্বইয়ের মধ্যে প্রস্তুতি ম্যাচটি আগামী ৬ ও ৭ তারিখ হবে বলে আজ জানিয়েছে সিএবি। তবে স্থানীয় ক্রিকেটের সব খেলা আপাতত স্থগিত রেখেছেন সিএবি কর্তারা। প্রথম ও দ্বিতীয় ডিভিশন এবং জেলা ক্রিকেট আয়োজনের বিষয় নিয়ে কাল সিএবি অ্যাপেক্স কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনা ভ্যাকসিন দেওয়ার দ্রুত ব্যবস্থাও করা হচ্ছে। যদিও ৪ ও ৫ তারিখের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থগিত রেখেছে সিএবি।

English summary
BCCI President Sourav Ganguly Confirms Ranji Trophy Will Be Staged As Per Schedule. Six Bengal Cricketers, Team's Assistant Coach, Mumbai Allrounder Shivam Dube And Video Analyst Test Covid-19 Positive.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X