For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL: ফের আইপিএল সরানোর ভাবনা বিসিসিআই-এর, আয়োজনের লড়াইয়ে রয়েছে এই দুই দেশ

ফের আইপিএল সরানোর ভাবনা বিসিসিআই-এর, আয়োজনের লড়াইয়ে রয়েছে এই দুই দেশ

Google Oneindia Bengali News

ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ আইপিএল-এর আয়োজন ঘিরে ফের নতুন করে ভাবতে বাধ্য করছে বিসিসিআই-কে। দেশে প্রতিদিনিই কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি কোভিডে তৃতীয় ঢেউ সর্বোচ্চ আকার ধারণ করতে পারে, এমনটাই আশঙ্কার করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আইপিএল আদৌ ভারতে আয়োজন করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান বোর্ড কর্তারা।

IPL: ফের আইপিএল সরানোর ভাবনা বিসিসিআই-এর, আয়োজনের লড়াইয়ে রয়েছে এই দুই দেশ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড পুরো পরিস্থিতির উপর সজাগ নজর রেখেছে। আগামী এক-দুই মাসে পরিস্থিতির উন্নতি না ঘটলে ফের এক বার বিদেশের মাটিতে আয়োজিত হবে আইপিএল। তবে, সংযুক্ত আরব আমিরশাহী নয়, এ বার আইপিএল আয়োজনের জন্য বোর্ডের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় পছন্দ শ্রীলঙ্কা।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় দল। প্রোটিয়া ব্রিগেড়ের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং সম সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় রয়েছে টিম ইন্ডিয়া।

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় দলের জন্য কোভিড পরিস্থিতির চোখরাঙানি এড়িয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যে ভাবে সমস্ত কিছুর আয়োজন করেছে তাতে অত্যন্ত খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই কারণেই আইপিএল আয়জনের ক্ষেত্রে বিসিসিআই-এর প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকা। অতীতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল আয়োজিত হয়েছে। নির্বাচনের কারণে আইপিএল-এর দ্বিতীয় সংস্করণ অর্থাৎ ২০০৯ আইপিএল আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। যদিও রিপোর্ট অনুযায়ী প্ল্যান 'বি'-ও তৈরি রাখছে সৌরভের বোর্ড। দ্বিতীয় পছন্দ হিসেবে বিসিসিআই ভেবে রেখেছে শ্রীলঙ্কাকে। আসন্ন আইপিএল-এ ম্যাচ সংখ্যাও বাড়বে। মোট দশ দলের লিগ হবে এ বার।

২০২০ আইপিএল এবং ২০২১ আইপিএল-এর আংশিক সংযুক্ত আরব আমিরশাহী'তে আয়োজন করেছিল বিসিসিআই। কোভিডের কারণেই ভারত থেকে এই দুই বছর সরিয়ে নিয়ে যেতে হয়েছিল আইপিএল। তবে, এ বার টুর্নামেন্টের আয়োজনের জন্য নতুন দেশের খোঁজে বোর্ড। বোর্ডের এক আধিকারি ইন্ডিয়ান এক্সপ্রেস'কে বলেছেন, "আমরা সব সময়ে সংযুক্ত আরব আমিরশাহীর উপর নির্ভর করতে পারি না। সেই কারণে অন্যান্য বিকল্পের খোঁজে রয়েছি আমরা।" রিপোর্ট অনুযায়ী চলতি টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার আয়োজনে এক কথায় মুগ্ধ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

টাইমস অব ইন্ডিয়ায় পূর্বে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, পুরো আইপিএল-ই মহারাষ্ট্রে আয়োজন করতে চায় বোর্ড। মূলত চারটি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভেবেছিল বোর্ড। এই চার স্টেডিয়াম হল ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পটেল স্টেডিয়াম এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। কিন্তু যে ভাবে কোভিড পজিটিভ সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন বিসিসিআই। ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি, কোচবিহার কাপের মতো ঘরোয়া প্রতিযোগীতা।

বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্ল কিছু দিন আগে জানিয়েছিলেন, দেশের মাটিতে আইপিএল আয়োজনের জন্য সব রকম চেষ্টা করবে বোর্ড। এখনও সরকারী ভাবে আইপিএল কবে শুরু হবে জানায়নি বোর্ড। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভবনা বেশি।

English summary
BCCi is thinking to move IPL once again to other country in the wake of covid outbreak. India is witnessing a rise in covid 19. Cricket South Africa is the first choice to host the tournament. They host IPL in 2009 also. Report suggests the update. Report also suggest Sri Lanka is also in plan B to host the mega cash rich tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X