For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক কিংবা দু’টি ভেন্যুতেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

এক কিংবা দু’টি ভেন্যুতেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Google Oneindia Bengali News

দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে সমস্ত পরিকল্পনা করতে হচ্ছে বিসিসিআই'কে।
ফেব্রুয়ারি'তে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এদেশের মাটিতে তিনটি ওডিআই এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবিয়ান দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে ম্যাচ দিয়ে শুরু হবে ওডিআই সিরিজ। ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলা হবে জয়পুরে।

এক কিংবা দু’টি ভেন্যুতেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

১২ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হওয়ার কথা সিরিজের শেষ ওডিআই ম্যাচটির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ আয়োজনের জন্য বিসিসিআই বেছে রেখেছে কটক, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরম'কে। কিন্তু ভরসাযোগ্য এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এক বা দু'টি ভেন্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মূলত বায়ো সিকিউরিটি আয়োজনের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বোর্ড। এমনকী মাঠের মধ্যে দর্শক প্রবশেও নিষেধাজ্ঞা জারি করতে পারে বিসিসিআই।

বিসিসিআই-এর এক আধিকারিক ওই সংবাদমাধ্যমকে বলেছে, "ফেব্রুয়ারিতে (কোভিডের) তৃতীয় ওয়েভে'র প্রভাব সর্বোচ্চ হতে পারে। ছয়টি ভেন্যুকে ম্যাচ আয়োজন করা দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।"

একটি রাজ্য ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি এই বিষয়ে। তবে, এর সম্ভবনা'কেও উড়িয়ে দেননি সংশ্লিষ্ট ওই আধিকারিক।
রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটের একাধিক প্রতিযোগীতা এই মুহূর্তে স্থগিত রেখেছে বিসিসিআই। ডবল হেডার কমাতে এক সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হতে পারে আইপিএল-কে।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারত। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে বিরাট কোহলি'র দল। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে জয় পেলেও দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গের মাটিতে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। এর আগে জো'বার্গে পাঁচ ম্যাচের মধ্যে দু'টি জয় পেয়েছিল ভারত এবং তিনটি ম্যাচ ড্র হয়েছিল।

এই প্রথম জো'বার্গে হার টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টে কেপ টাউনের নিউল্যান্ডস-এ ডিন এলগারের দলের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের পর আফ্রিকার দলটির বিরুদ্ধে তিন ম্যাচেও ও়ডিআই সিরিজ খেলবে ভারত। প্রথম ওডিআই ম্যাচ ১৯ জানুয়ারি আয়োজিত হবে পার্লের বোল্যান্ড পার্কে। ওই একই স্টেডিয়ামে ২১ জানুয়ারি আয়োজিত হবে দ্বিতীয় এক দিনের ম্যাচ। সিরিজের শেষ এক দিনের ম্যাচ আয়োজিত হবে কেপ টাউনে ২৩ জানুয়ারি।

English summary
BCCI can restrict matches against West Indies in One or two venues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X