For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দেশের মাটিতে ৯টি ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি জানুন

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষে ভারতীয় দল তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাবে জিম্বাবোয়েতে। তারপর রয়েছে এশিয়া কাপ। এরপর সেপ্টেম্বর ও অক্টোবরে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ৯টি ম্যাচ খেলবে। তার মধ্যে রয়েছে তিনটি একদিনের আন্তর্জাতিক ও ৬টি টি ২০ আন্তর্জাতিক।

টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দেশের মাটিতে ৯টি ম্যাচ ভারতের

বিসিসিআইয়ের তরফে আজ সেই সিরিজগুলির সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ভারতের আসন্ন হোম সিজন শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ দিয়ে। এশিয়া কাপ শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর। এরপর টি ২০ ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতের ম্যাচগুলি রয়েছে মোহালি (২০ সেপ্টেম্বর), নাগপুর (২৩ সেপ্টেম্বর), হায়দরাবাদ (২৫ সেপ্টেম্বর)-এ। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের টি ২০ সিরিজ খেলবে ভারত। তারপর রয়েছে একদিনের সিরিজ। তিরুবনন্তপুরমে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। গান্ধী জয়ন্তীতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি ২০ ম্যাচটি হবে গুয়াহাটিতে। ৪ অক্টোবর তৃতীয় টি ২০ ইন্দোরে।

এরপর ৬ অক্টোবর থেকে শুরু একদিনের সিরিজ। ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের ম্য়াচগুলি হবে লখনউ (৬ অক্টোবর), রাঁচি (৯ অক্টোবর) ও দিল্লি (১১ অক্টোবর)-তে। ভারত আয়োজক দেশ হিসেবে ২০২৩ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা ইতিমধ্যেই অর্জন করেছে। তবে ভারতের বিরুদ্ধে প্রোটিয়াদের একদিনের সিরিজটি দক্ষিণ আফ্রিকার কাছে গুরুত্বপূর্ণ। এটি ওয়ার্ল্ড সুপার লিগের অন্তর্গত। দক্ষিণ আফ্রিকা সুপার লিগ টেবিলের ১১ নম্বরে রয়েছে। তাদের ১১টি ম্যাচ বাকি থাকলেও জানুয়ারিতে নতুন টি ২০ লিগ চালু হচ্ছে বলে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ান ডে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ফলে ভারতের বিরুদ্ধে তিনটি, আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২টি ম্যাচ হাতে থাকছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য। প্রয়োজনীয় পয়েন্ট না পেলে তাদের বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের টি ২০ বিশ্বকাপের দলের ক্রিকেটাররা থাকবেন না। দক্ষিণ আফ্রিকাও দ্বিতীয় সারির দলই খেলাবে বলে মনে করা হচ্ছে। এদিকে, সরকারিভাবে ঘোষণা না হলেও চলতি বছর ডিসেম্বরে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। তিনটি টি ২০ ও তিনটি একদিনের সিরিজ খেলতে। সেই সিরিজ চলবে জানুয়ারি পর্যন্ত।

লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে ম্যারাথন অনুশীলন শুরু বাংলার, অভিমন্য়ুদের বোলিং কোচ শিবশঙ্কর পাললক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে ম্যারাথন অনুশীলন শুরু বাংলার, অভিমন্য়ুদের বোলিং কোচ শিবশঙ্কর পাল

English summary
BCCI Announced The Schedule Of India For Home Series Against Australia And South Africa Before T20 WC. Australia Will 3-Match T20I Series. SA Will Face India In 3 ODIs And 3 T20Is.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X