For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: 'ব্যর্থতার মধ্যে দিয়ে যেতেই হবে', কোন মন্ত্রে সাফল্য হায়দরাবাদের জানালেন লারা

IPL 2022: 'ব্যর্থতার মধ্যে দিয়ে যেতেই হবে', কোন মন্ত্রে সাফল্য হায়দরাবাদের জানালেন লারা

Google Oneindia Bengali News

স্বপ্নের ছন্দে রয়েছে ২০১৬ আইপিএল-এর চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে হারের পর দুরন্ত ভাবে ফিরে এসেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। সাত ম্যাচের মধ্যে শেষ পাঁচ ম্যাচে লাগাতার জয় পেয়েছে সানরাইজার্স। শেষ ম্যাচে ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসআরএইচ। কেন উইলিয়ামসনের দলের এই পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং সাফল্য অবাক করে দিয়েছে অনেককেই, যেখানে বিশেষ করে গত বার খুব একটা ভাল কিছু করতে পারেনি অরেঞ্জ আর্মি।

ব্যর্থতাই সাফল্যের পথ তৈরি করে:

ব্যর্থতাই সাফল্যের পথ তৈরি করে:

দলের এই ঘুরে দাঁড়ানোর বিষয়ে কিংবদন্তি এবং সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ ব্র্যায়ান লারা জানিয়েছেন, ক্রমাগত ব্যর্থতা একজন শেখাতে পারে তাঁর কী করা উচিৎ এবং কোন পথে গেলে সাফল্য আসবে। লারার কথায়, "'একজন তরুণ অনেক সময় ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং সেখান থেকেই বুঝতে পারে সে কোথায় ভুল করছে এবং কী করলে সাফল্য আসবে। আবার অনেকে রয়েছে যারা প্রথমের দিকে সুযোগকে কাজে লাগায় এবং অসফল হওয়ার আগেই তাঁরা বুঝতে পারে কোন দিকে সমস্যা তৈরি হচ্ছে।"

আত্মবিশ্বাস দেওয়া এবং পাশে থাকা:

আত্মবিশ্বাস দেওয়া এবং পাশে থাকা:

কোনও তরুণ যখন সফল হতে পারছে না তখন তাঁর পাশে দাঁড়াতে হবে, ভরসার হাত রাখতে হবে তাঁর কাঁধে এবং সঠিক দিকে তাঁকে পাঠাবে হবে। উল্লেখ্য, অভিষেক শর্মা এই মরসুমে এসআরএইচের ওপেনার হিসেবে খেলছে। প্রথম দুই ম্যাচে অভিষেক ফর্ম হাতড়ে বেড়িয়েছে। দুই ম্যাচ পর থেকে ফর্ম ফিরে পেয়েছেন তিনি।

আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান:

আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান:

অরেঞ্জ আর্মি প্রথম দুই ম্যাচে জেতার মতো পরিস্থিতি থেকেও হেরে গিয়েছিল। তবে, ভুল থেকে শিক্ষা নিয়েছে তারা। শেষ পাঁচটি ম্যাচে তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি সানরাইজার্স হায়দরাবাদ জয়ের দেখা পেয়েছে। অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী দুরন্ত ছন্দে রয়েছেন। সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসআরএইচ। রান রেটের বিচারে বহু দলের তুলনায় অনেকটা এগিয়ে তারা।

ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই স্বচ্ছন্দ অরেঞ্জ আর্মি:

ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই স্বচ্ছন্দ অরেঞ্জ আর্মি:

সানরাইজার্স এই মরসুমে শুধু ব্যাটিং বিভাগেই নয়, বোলাররাও দুরন্ত ফর্মে রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সানরাইজার্স বোলারজের দাপট লক্ষ্য়নীয় ছিল। ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসদের নিয়ে তৈরি ব্যাটিং অর্ডার। ওই ম্যাচে মার্কো জেনসন-টি নটরাজনদের সামনে দাঁড়াতে পারেননি কোনও আরসিবি ব্যাটার।

English summary
Batting coach of Sunrisers Hyderabad Brain Lara said you have to go through failure for success. SRH upload a video of lara where he said this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X