For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পর্যুদস্ত ভারতীয় মহিলারা, মিতালির নজির সত্ত্বেও পরাজয়

সব বিভাগে পর্যুদস্ত মিতালিরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতীয় মহিলাদের হার

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরের অনুপস্থিতি অনুভূত হল। ম্যাচের সব বিভাগেই পর্যুূদস্ত হলেন মিতালি রাজরা। জলে গেল অধিনায়কের লড়াকু অর্ধশতরান। ওপেনার রাচেল হেইনস ও আলিসা হিলির দাপুটে ব্যাটিংয়ের সৌজন্যে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ ৯ উইকেটে জিতল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। এই ফর্ম্যাটে টানা ২৫টি ম্যাচ জিতে নয়া নজির স্থাপন করলেন হিলিরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পর্যুদস্ত ভারতীয় মহিলারা, মিতালির অর্ধশতরান সত্ত্বেও পরাজয়

ম্যাককে-র হারুপ পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে যান ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। অধিনায়ক মেগ লানিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে হরমনপ্রীত সিংহীন ভারতীয় দলের ওপেনারদের দ্রুত সাজঘরে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার বোলাররা। ৮ রান করে আউট হন শেফালি ভার্মা। ১৬ রানের বেশি করতে পারেননি স্মৃতি মান্ধানা। তিন নম্বরে ব্যাট করতে নামা ইয়াসতিকা ভাটিয়া ৩৫ রান করে আউট হন।

কঠিন সময়ে আবারও জ্বলে ওঠে মিতালি রাজ। ১০৭ বলে ৬১ রানের ঠান্ডা মাথার অধিনায়কোচিত ইনিংস খেলেন মিতালি। তিনটি চার আসে তাঁর ব্যাট থেকে। সেই সঙ্গে আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেট মিলিয়ে কেরিয়ারে ২০ হাজার রানের গণ্ডী পেরিয়ে গিয়েছেন কিংবদন্তি। এমন রেকর্ড বিশ্ব ক্রিকেটের অনেক রখী-মহারথীর ঝুলিতে নেই। টানা পাঁচটি ওয়ান ডে ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে অন্য এক নজিরও গড়েছেন মিতালি রাজ।

পরের দিকে ক্রিজে আসা ব্যাটসম্যানরা দলকে শক্ত ভিতের ওপর খাড়া করতে ব্যর্থ হন। বাঙালি উইকেটরক্ষক রিচা ঘোষের ৩২ ও ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর লড়াকু ২০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৫ রানে পৌঁছতে সক্ষম হয় ভারতের মহিলা ক্রিকেট দল। তিনটি বাউন্ডারি আসে রিচার ব্যাট থেকে। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন। দুটি করে উইকেট নিয়েছেন সোফি মোলিনাক্স ও হানা ডার্লিংটন।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করতে শুরু করেন অস্ট্রেলিয়ার ওপেনার রাচেল হেইনস ও আলিসা হিলি। তাঁদের মধ্যে ১২৬ রানের পার্টনারশিপ হয়। ম্যাচ সেখানেই ভারতীয় মহিলাদের হাত থেকে বেরিয়ে যায়। ৭৭ বলে ৭৭ রান করে হিলি যখন আউট হন, তখন ম্যাচে জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া। আটটি চার ও দুটি ছক্কা আসে অজি উইকেটরক্ষকের ব্যাট থেকে। দ্বিতীয় ওপেনার রাচেল হেইনস শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১০০ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন রাচেল। সাতটি চার আসে তাঁর ব্যাট থেকে। অজি অধিনায়ক মেগ লানিং ৬৯ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। সাতটি চার আসে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে দুই ব্যাটসম্যানের মধ্যে ১০১ রানের পার্টনারশিপ হয়। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ম্যাচে একটি মাত্র উইকেট নিতে সক্ষম হন পুনম যাদব।

ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে এখনও আরও দুটি ওয়ান ডে ও তিনটি টি২০ ম্যাচ খেলা হবে। মাঝে দুই দলের মধ্যে একটি দিন রাতের টেস্ট ম্যাচও খেলা হবে। সেই সঙ্গে ইতিহাসে নাম লেখাবেন মিতালি রাজরা।

English summary
Australia women's team beat Indian women's team in first ODI of the three match series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X