For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির ক্যাচ-আউট নিয়ে বিতর্ক! বল কি তালুবন্দি হয়েছিল, বিচার করুন ভিডিও দেখে

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। কিন্তু পরে, ক্যাচটির ক্লোজ ভিউ দেখে সেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রথম টেস্টের দুই ইনিংসেই নিজের নামের মর্য়াদা রাখতে ব্য়র্থ হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু চলতি পার্থ টেস্টেই তিনি দারুণভাবে ফিরে এসেছেন। মূলত তিনিই প্রথম ইনিংসে ভারতের স্কোরকে টেনেছেন। ২৫৭ বলে ১২৩ রান করে কামিন্স-এর বলে থামেন তিনি। ইনিংসে ১৩টি চার ও ১টি ছয় মারেন।

কোহলির ক্যাচ-আউট নিয়ে বিতর্ক!

কোহলি যতক্ষণ ছিলেন, ভারত অস্ট্রেলিয়ার রানটা পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু তাঁর আউট হওয়ার পর ফের ভেঙে পরে ব্যাটিং লাইনআপ। যার জেরে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৪৩ রান পিছনেই শেষ হয় ভারতের ইনিংস। কিন্তু, বিতর্ক তৈরি হয়েছে কোহলির আউট নিয়ে।

৯৩ তম ওভারের শেষ বলটি প্যাট কামিন্স রেখেছিলেন অফ স্টাম্পের বাইরে। ড্রাইভ করার জন্য ব্যাট চালিয়েছিলেন বিরাট। কিন্তু, বল তাঁর ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো হ্য়ান্ডসকম্ব-এর কাছে যায়। তবে বলটি হ্য়ান্ডসকম্বের অনেকটা সামনে এসেছিল। ফলে তাঁকে সামনে ঝাঁপিয়ে পড়ে সেই নিচু বল তালুবন্দি করতে হয়।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Virat Kohli was given OUT but was it a clean catch? 🤔🤔🤔<a href="https://twitter.com/hashtag/FoxCricket?src=hash&ref_src=twsrc%5Etfw">#FoxCricket</a> <a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://t.co/SAIv1kkX6N">pic.twitter.com/SAIv1kkX6N</a></p>— Fox Cricket (@FoxCricket) <a href="https://twitter.com/FoxCricket/status/1074160545631096832?ref_src=twsrc%5Etfw">December 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মাঠের আম্পায়ারের পক্ষে খালি চোখে সেই ক্য়াচের বৈধতা বিচার করা সম্ভব ছিল না। আউট ধরে নিয়েই তিনি বিষয়টি পাঠান টিভি আম্পায়ারের কাছে। মাঠের আম্পায়ারদের কাছ থেকে প্রাথমিকভাবে আউটের সিগনাল পেয়ে টিভি আম্পায়ার জানান সেই সিদ্ধান্তকে নাকচ করার মতো যথেষ্ট প্রমাণাদি নেই। কোহলিকে আউট দেওয়া হয়।

কিন্তু, এরপর সেই ক্যাচের ক্লোজ ভিউ দেখে অনেকেরই মনে হয়েছে হ্যান্ডসকম্ব বলটি তালুবন্দি করার আগে তা মাটি ছুঁয়েছিল। থার্ড আম্পায়ার নাইজেল লঙ-এর এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়া। একদল লঙ-কে সমর্থন করছেন, আরেক দল বলছেন আরও একবার অজি মাটিতে ভুল আম্পারিং-এর সিদ্ধান্তের শিকার হতে হল ভারতীয় দলকে। কাঁধে বল লাগার পর সচিন তেন্ডুলকারকে এলবিডব্লু আউটের ঘা যে এখনও ভারতীয় সমর্থকের মনে দগদগে।

English summary
Virat Kohli was given out by the third umpire's decision. But later the close view of the catch has created controversy.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X