For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম ভারত, পার্থ টেস্ট: কঠিন পিচে বড় রানের পথে অস্ট্রেলিয়া - বুমরা তাও আত্মবিশ্বাসী

পার্থ টেস্টের প্রথম দিনের শেষে, ভারতের জোরে বোলার জসপ্রিত বুমরা বলেছেন, শেষ দিকে ভারত ম্যাচে ফিরে আসার পরে ম্যাচটি এখন সমান-সমান অবস্থায় আছে।
 

  • |
Google Oneindia Bengali News

পার্থ টেস্টে প্রথম দিনটা ভারতের পরিকল্পনা মতো যায়নি। অল্পরানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করা যায়নি। বরং কঠিন উইকেটে প্রথম দিনের শেষে তারা ২৭৭ রান তুলেছে ৬ উইকেট হারিয়ে। দিনের শেষ সেশনে ভারত কিছুটা হলেও ম্যাচে ফিরেছে, নাহলে রানটা আরও বেশি হতে পারত। তা সত্ত্বেও ভারতের বোলিংয়ের প্রধান অস্ত্র জসপ্রিত বুমরা মনে করছেন ম্য়াচ এখনও সমান-সমান রয়েছে। কেউই এগিয়ে বা পিছিয়ে নেই।

অস্ট্রেলিয়া বনাম ভারত, পার্থ টেস্ট: আত্মবিশ্বাসী বুমরা

প্রথম সেশনে ভারত একটিও উইকেট ফেলতে পারেনি। হ্যারিস ও ফিঞ্চ দুজনেই অর্ধশতক করে ওপেনিং জুটিতে ১০-র বেশই রান তোলেন। পরের দিকে এঅবশ্য ভারত কিছুটা গুছিয়ে নেয়। ভারতীয় বোলারদের মধ্যে অবশ্যই সেরা ছিলেন বুমরা। ১টিই উইকেট পেলেও ২২ ওভার বল করে তিনি মাত্র ৪১ রান দিয়েছেন। তাঁকে খেলতে দৃশ্যতই সমস্যায় পড়েছেন অজি ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষএ টেস্টে কিছুটা হলেও এগিয়া আছে - একথা কিন্তু তিনি মানতে চাননি। তিনি জানান, 'টেস্ট একেবারে সমান-সমান জায়গায় দাঁড়িয়ে আছে। শনিবার সরালে যদি আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারি আমরা টেস্টে আবার বাল জায়গায় চলে আসব।'

বুমরা শুক্রবার একটিই উইকেট পেলেও ম্য়াচের পরিস্থিতির বিচারে উইকেটটি ছিল মহা গুরুত্বপূর্ণ। তিনিই অ্যারন ফিঞ্চ (৫০)-এর উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ১১২ রানের ওপেনিং জুটি ভাঙেন। নাহলে দিনের শেষে আরও মজবুত অবস্থানে থাকত অজিরা।

বুমরা জানিয়েছেন এদিনের ভারতীয় দলের বোলিং নিয়ে তিনি আদৌ হতাশ নন, বরং বেশ খুশি। শুরুটা খারাপ করেও দল যেভাবে ফিরে এসেছে, সেটা খুবই ভাল লক্ষ্মণ বলে তাঁর মত।

আর ভাল বল করেও বেশি উইকেট পাওয়া না নিয়ে তিনি জানালেন, তাঁর নিজের বিচারে দিনটা ভালই গিয়েছে। ভাগ্য হায় ছিল না, তাই উইকেট পাননি। কিন্তু তাঁর বলে ব্য়াটসম্যানদের উপর চাপ সৃষ্টি হয়েছিল। তাতেই তিনি খুশি।

English summary
After the first day of the Perth Test Indian pacer, Jasprit Bumrah has said the match is 'in the balance' after India recovery.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X