For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার পাশে কামিন্স-ফিঞ্চরা, সদ্য সমাপ্ত সফরের পুরো পুরস্কার মূল্য দান করে দিলেন অজি ক্রিকেটাররা

শ্রীলঙ্কার পাশে কামিন্স-ফিঞ্চরা, সদস্য সমাপ্ত সফরের পুরো পুরস্কার মূল্য দান করে দিল পুরো দলেন অজি ক্রিকেটাররা

Google Oneindia Bengali News

ক্রিকেটকে বলা হয় জেন্টলসম্যান গেম। সেই কথাটাই আরও এক বার প্রমাণ করল অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। বড় মনের পরিচয় দিল প্যাট কামিন্স, অ্যারন ফি়ঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল।

বিধ্বস্ত শ্রীলঙ্কার শিশু এবং দুস্থ সহযোগীতায় পুরস্কার মূল্য প্রদান অস্ট্রেলিয়ার:

বিধ্বস্ত শ্রীলঙ্কার শিশু এবং দুস্থ সহযোগীতায় পুরস্কার মূল্য প্রদান অস্ট্রেলিয়ার:

অর্থনৈতিক দুরাবস্থায় মধ্যে এ দিয়ে এই মুহূর্তে যাচ্ছে গোটা শ্রীলঙ্কা। খাদ্য, পানীয়, শিক্ষা, স্বাস্থ্য- সমস্ত কিছুরই অভাব গেখা দিয়েছে সারা দেশে। ভেঙে পড়েছে শ্রীলঙ্কার পরিকাঠামো। এই অবস্থায় শিশুদের রক্ষা করতে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ করল অস্ট্রেল্রিয়ার ক্রিকেটাররা। শ্রীলঙ্কার স্বার্থে শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে ইউনিসেফ অস্ট্রেলিয়ার হাতে ৪৫ হাজার ডলার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা:

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা:

ঋণের দায়ে জর্জরিত শ্রীলঙ্কা মাথা তুলে দম নেওয়ার অবকাশ টুকুও পাচ্ছে না। খাদ্য, পানীয়, স্বাস্থ্যের সংকট দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল-কলেজ খুলছে না পরীক্ষা নেওয়া যাচ্ছে না প্রশ্নপত্র ছাপার কালি না থাকায়। অকল্পনীয় অগ্নিমূল্য সমস্ত দ্রব্যের। জ্বালানির লম্বা লাইনে দাঁড়ালে কবে তা পাওয়া যাবে তার কোনও ইয়েত্তা নেই। গোটা দেশকে বেচে খাওয়া পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে জন সাধারণের রোষ দেখেছে গোটা বিশ্ব। বিভিন্ন সরকারী দফতরে ভাঙচুর ছাড়াও বিভিন্ন ভাবে প্রতিবাদ দেখিয়েছে সরকারের অপরাধে তিলে তিলে শেষ হতে বসা মানুষগুলো।

প্যাট কামিন্সের বক্তব্য:

প্যাট কামিন্সের বক্তব্য:

২০১৬ সালের পর এই প্রথম বার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ, পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, "আমাদের কাছে সমস্তটা দিনের আলোর মতো পরিস্কার ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম কী ভাবে শ্রীলঙ্কার মানুষদের দৈনন্দিন জীবন বিঘ্নিত হচ্ছিল।" চোখের সামনে থএকে দ্বীপরাষ্ট্রের নিবাসীদের কষ্ট নাড়িয়ে দিয়েছে গোটা অস্ট্রেলিয়া দলকে।

অস্ট্রেলিয়ার দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ইউনিসেফের:

অস্ট্রেলিয়ার দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ইউনিসেফের:

ইউনিসেফের তরফ থেকে জানানো হয়েছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফর থেকে ফিরে আসা অস্ট্রেলিয়া দল বিধ্বস্ত শ্রীলঙ্কার শিশুদের জন্য এবং দুস্থ পরিবারদের পাশে দাঁড়াতে পুরো পুরস্কার মূল্য দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় বসবাসকারী তিন ভাবে দুই ভাগ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছেন। স্কুল তিন দিন করে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে কারণ শিক্ষক এবং শিক্ষার্থীরা জ্বালানি কম থাকায় যেতে পারছেন না। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এবং পরিস্কার পানীয় জলেরও আকাল দেখা দিয়েছে।

English summary
Australia Cricket team donates prize money from sri lanka tour to support children & families of economic crisis hit sri lanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X