For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Cup: ঢাকা আবহনীর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান শিবির

AFC Cup, AFC cup 2022, ATK Mohun Bagan, ATKMB, Dhaka Abahani, ATK Mohun Bagan vs Dhaka Abahani, এএফসি কাপ, এএফসি কাপ ২০২২, এটিকে মোহনবাগান, এটিকেএমবি, ঢাকা আবহনী, এটিকে মোহনবাগান বনাম ঢাকা আবহনী

Google Oneindia Bengali News

এএফসি কাপের প্লে-অফে মঙ্গলবার আবহনী ঢাকার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। চূড়ান্ত রাউন্ডে পৌঁছতে হলে এই ম্যাচ থেকে জয় জরুরি জুয়ান ফেরান্দোর দলের। প্রিলিমিনারি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার লিগ চ্যাম্পিয়ন ব্লু স্টার এসসি'র বিরুদ্ধে ৫-০ গোলে জয়ের পর ঢাকা আবহনীর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সবুজ-মেরুন ক্লাব।

AFC Cup: ঢাকা আবহনীর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান শিবির

বাংলাদেশের এই ক্লাব যথেষ্ট শক্তিশালী। অতীতেও একাধিক বার মোহনবাগানের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশের রাজধানীর এই দল। ২০১৮ সালে এএফসি কাপে যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে ১-৩ গোলে পরাস্ত হয়েছিল তারা। ফিরতে পর্বে বাংলাদেশে গিয়ে আবহনীর সঙ্গে ১-১ ড্র করেছিল সবুজ-মেরুন ক্লাব। তবে, সাম্প্রতিক সময়ে শক্তি বাড়িয়েছে আবহনী দল। তাঁদের স্কোয়াডে রয়েছে চেন্নাইয়ান এফসির হয়ে আইএসএল খেলা রাফায়েল অগস্টো, কোস্টা রিকার বিশ্বকাপার ড্যানিয়েল কলিন্ড্রেস, যিনি আবার ইস্টবেঙ্গলে খেলে যাওয়া জনি অ্যাকোস্টার বন্ধু।

মঙ্গলবারের ম্যাচে প্রতিবেশি দেশের প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কিছু সাবধানী হলেও বেশ আত্মবিশ্বাসী শোনালো এটিকে মোহনবাগান কোচকে। তিনি বলেছেন, "গত ম্যাচে পাঁচ গোলে জিতেছি ঠিকই। তবে প্রতিপক্ষ যে হেতু নতুন তাই সেই ফল খুব একটা কাজে আসবে না। আমরা এক সপ্তাহ বিশ্রাম পেয়েছি, যে হেতু ওরা আগের ম্যাচে ওয়াক ওভার পেয়েছে তাই আমাদের থেকে একটু হলেও বেশি বিশ্রাম পেয়েছে ওরা।" তবে, সেটা নিয়ে তিনি যে বিশেষ ভাবিত নন, তাও স্পষ্ট করে দিয়েছেন ফেরান্দো। পাশাপাশি প্রতিপক্ষকে নিয়ে বিশেষ না ভেবে নিজের দলকেই ভাবতে চান ফেরান্দো। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের কোনও ফুটবলারের উপর বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা তাঁর নেই, দলগত ফুটবলের উপরই মূলত জোর দিতে চান তিনি।

AFC Cup: ঢাকা আবহনীর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান শিবির

লের চোট আঘাত নিয়ে প্রশ্ন উঠলে জুয়ান বলেন, "প্রতি ম্যাচের আগেই আমি প্রথম একাদশ ঠিক করি। সন্দেশকে কালকেও শেষ পর্যন্ত দেখব, তারপর দলে রাখব কি না, সেই সিদ্ধান্ত নেব। তবে দলের বাকি খেলয়ারার সম্পূর্ণ ফিট রয়েছে।" এ দিন সাংবাদিক সম্মেলনে প্রত্যাশা মতোই রয় কৃষ্ণার আপডেট কী তা জানতে চাওয়া হয়। যদিও সরাসরি এই রয় প্রসঙ্গ এরিয়ে গিয়েছেন তিনি। ম্যাচ নিয়ে বাগান অধিনায়ক প্রীতম কোটাল বলেন, "এটা আমাদের কাছে ফাইনাল ম্যাচ। মাঠে আমাদের সমর্থক ভর্তি থাকবে। ফলে আমরা ওদের থেকে অনেকটাই এগিয়ে থাকব। তবে ম্যাচটা অতটাও সহজ হবে না। কিন্তু আমরা এক ইনিঞ্চিও জমি ছাড়ব না।

English summary
ATK Mohun Bagan is confident enough to play good football against Dhaka Abahani. Bothe the team will play in AFC play-off match tomorrow in Salt Lake Stadium.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X