For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে ভারতের পতাকা ওড়ালেন শাহিদ আফ্রিদির কন্যা! ফাইনালে স্ত্রী-র জন্য পাকিস্তানকে সমর্থন ভারতীয় স্বামীর

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। সেই খেলার শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয় শাহ ভারতের পতাকা হাতে নিতে চাননি বলে রাজনৈতিক ঝড় বয়ে যায়। জয়ের সঙ্গে বিরোধীদের নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সুপার ফোরে শাহিদ আফ্রিদির কন্যা ওড়ালেন ভারতের পতাকা।

এশিয়া কাপে ভারতের পতাকা ওড়ালেন শাহিদ আফ্রিদির কন্যা

দুবাইয়েই সুপার ফোরের ম্যাচ চলছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই ম্যাচে আফ্রিদির ছোট মেয়ে ভারতের পতাকা ওড়ান। সেই ভিডিও প্রাক্তন পাকিস্তান অধিনায়কের কাছেও পৌঁছে যায়। কিন্তু তিনি বা তাঁর পরিবারের কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। এক সংবাদমাধ্যমে এ কথা জানাতে গিয়ে শাহিদ আফ্রিদি বলেন, আমার স্ত্রী-র কাছে শুনেছি ওইদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৯০ শতাংশই ছিলেন ভারতীয় সমর্থক। পাকিস্তানের পতাকাও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছিল না। তাই আমার মেয়ে ভারতের পতাকা পেয়ে সেটিই ওড়াতে থাকে।

আফ্রিদির কথা শুনে চ্যানেলের সঞ্চালকরাও হেসে ওঠেন। তবে তাঁরা একইসঙ্গে বলেন, বিষয়টি যদি উল্টো হতো, অর্থাৎ কোনও ভারতীয় পাকিস্তানের পতাকা ওড়াতেন তাহলে কী পরিস্থিতি হতো তা অনুমেয়। ভারত ও পাকিস্তানের মধ্যে বৈদেশিক সম্পর্কের লেশমাত্র দেখা যায়নি এশিয়া কাপ চলাকালীন দুই দেশের ক্রিকেটারদের আচরণে। বারেবারেই সৌজন্য ও সৌহার্দ্যের বার্তা দেওয়ার প্রয়াস চলেছে। এমনকী গ্যালারিতেও পাশাপাশি বসে খেলা দেখেছেন ভারত ও পাকিস্তানের সমর্থকরা। দুই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা চাইছিলেন যাতে দুই দেশই ফাইনাল খেলে। কিন্তু তা হয়নি।

এরই মধ্যে আজ শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ফাইনালে বাবর আজমদের প্রতি সমর্থন জানাতে চলেছেন এক ভারতীয়। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বর্তমানে দুবাইয়ে থাকা ভারতীয় আবদুল্লা সমর্থন করছিলেন ভারতকে এবং তাঁর সঙ্গেই স্ত্রী আলিশবা সমর্থন করছিলেন পাকিস্তানকে। আলিশবা পাকিস্তানের নাগরিক। ইন্দো-পাক দম্পতি তাই নজর কেড়েছিলেন ভারত-পাক দ্বৈরথ চলাকালীন। জিও নিউজকে আবদুল্লা বলেন, আমার স্ত্রী পাকিস্তানের, তাঁর দেশের প্রতি ভালোবাসাকে আমি সম্মান করি। তাঁর দলকে সমর্থন করার স্বাধীনতা রয়েছে। তবে আমার পূর্বসূরীরা ভারতের। তাই আমি ভারতকেই সমর্থন করব। আজ অবশ্য স্ত্রী-র দেশের প্রতিই আমার সমর্থন থাকবে। আবার ভারতের এক ক্রিকেটপ্রেমী বাবর আজমের খেলার অনুরাগী। পাকিস্তানের অধিনায়ক এবারের এশিয়া কাপে বড় রান পাননি। আজ ফাইনালে তিনি যাতে রান পান সেই প্রার্থনা করেছিলেন ওই ক্রিকেটভক্ত। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বাবর আজমের পিতা আজম সিদ্দিকি।

দলীপ ট্রফির সেমিফাইনালে রাহানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চলকে ছিটকে দিয়ে শেষ চারে উত্তরাঞ্চলওদলীপ ট্রফির সেমিফাইনালে রাহানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চলকে ছিটকে দিয়ে শেষ চারে উত্তরাঞ্চলও

English summary
Asia Cup: Shahid Afridi's Daughter Waved Indian Flag During Super 4 Match. Indian Fan Wishes Babar Azam's Success In The Final, For His Wife Indian Husband To Support Pakistan Tonight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X