For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mithali Raj: লিটল মাস্টারের মতোই একই উচ্চতায় থামলেন 'লেডি সচিন' মিতালি রাজ

লিটল মাস্টারের মতোই একই উচ্চতায় থামলেন 'লেডি সচিন' মিতালি রাজ

Google Oneindia Bengali News

যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শুরু করেছিলেন তখন মহিলা ক্রিকেট নিয়ে ভারতীয়দের মধ্যে আগ্রহ ছিল না। কেউ সেভাবে জানতেনও না ভারতীয় মহিলা দলে কারা খেলেন। সেই রকম অবস্থা থেকে মুষ্টিমেয় কয়েকজন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে তিনি ভারতীয় ক্রিকেটকে ঘুড়ে দাঁড়াতে শিখিছেন, মহিলা ক্রিকেটকে ঘিরে ভারতীয়দের আগ্রহী করে তুলতে সক্ষম হয়েছে। তাঁর ক্রিকেটীয় দক্ষতা এতটাই বেশি ছিল যে অচিরেই সারা ভারত জেনে গিয়েছিল মহিলা ক্রিকেটেও এমন একজন রয়েছেন যিনি সবার থেকে আলাদা, তিনি মিতালি রাজ। তাঁকে লেডি সচিন বলেও ডাকা হয়। দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি টেনে তিনি অবসরের ঘোষণা করলেন।

সচিন এবং মিতালির ক্রিকেট কেরিয়ার:

সচিন এবং মিতালির ক্রিকেট কেরিয়ার:

সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন ২৪ বছর। ভারতের জার্সিতে সচিন প্রথম ম্যাচটিখেলেন ১৫ নভেম্বর ১৯৮৯ সালে করাচিতে। তিনি শেষ ম্যাচটিখেলেছেন ১৮ মার্চ মিরপুরে। সচিনের থেকে এক বছর কম অর্থাৎ ২৩ বছর আন্তর্জাতিক স্তরে দাপিয়ে খেলেছেন রাজ। মিতালি রাজ ভারতীয় মহিলা দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন ২৬ জুন ১৯৯৯ সালে মিলটন কেনেসে। শেষ ম্যাচটি তিনি খেলেন ২৭ মার্চ ২০২২ ক্রাইটচার্চে।

সচিন এবং মিতালি খেলেছেন সমান সংখ্যক বিশ্বকাপ:

সচিন এবং মিতালি খেলেছেন সমান সংখ্যক বিশ্বকাপ:

সচিন এবং মিতালি উভয়ই মোট ছয়ি বিশ্বকাপ খেলেছেন। সচিন তেন্ডুলকর ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে খেলেছিলেন সচিন। মিতালি রাজ ২০০০ সালে প্রথম বার বিশ্ব কাপে অংশ নিয়েছিলেন। এর পর ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং ২০২২ বিশ্বকাপে নেন তিনি। পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মিতালি রাজ। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপটি জিতেছিলেন সচিন কিন্তু মিতালির ভারত তাঁর ষষ্ঠ বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি।

আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে সচিন এবং মিতালি:

আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে সচিন এবং মিতালি:

সচিন তেন্ডুলকরেরবহু রেকর্ড রয়েছে যা ভাঙার কথা অনেকেই ভাবতে পারেন না। তাঁর মধ্যে একটি হল ওডিআই ক্রিকেটে তাঁর রান। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম্যাটে সচিনের থেকে বেশি রান নেই কারোর (১৮৪২৬)। 'ক্রিকেট ঈশ্বর'-এর মতো এতরান না থাকলেও মহিলাদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক মিতালিরাজ (৭৮০৫)। টেস্ট ক্রিকেটের ইতিহাসেওসচিনের রানইএখনওপর্যন্ত সর্বোচ্চ (১৫৯২১)। তবে, এই রেকর্ড নেই মিতালির দখলে।

মিতালির প্রশংসায় সচিন:

মিতালির প্রশংসায় সচিন:

একাধিক বার মিতালি রাজের প্রশংসা শোনা গিয়েছে 'ক্রিকেট ঈশ্বর'-এর গলায়। শুধু মিতালির প্রশংসাই নয়, ভারতীয় মহিলা দলের ভাল পারফরম্যান্সকে সাধুবাদ জানাতে টুইট করেছেন সচিন তেন্ডুলকর।

English summary
An era comes to an end after Mithali Raj retires from International cricket. She is considered as great as Sachin Tendulkar in the field of Women Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X