For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকে লজ্জায় ফেললেন অমিতাভ কেবিসি-তে লর্ডসের ব্যালকনিতে জার্সি ঘোরানো প্রসঙ্গে

  • |
Google Oneindia Bengali News

কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের বাংলা সংস্করণ যখন একটি বেসরকারি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল তখন তাঁর সঞ্চালক হিসেবে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেই শোয়ের চেয়েও মহারাজকে রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে বিপুল জনপ্রিয়তা দিয়েছে দাদাগিরি। কয়েক মাসের মধ্যেই ফের পর্দায় আসছে সেই অনুষ্ঠান। শুরু হয়ে গিয়েছে অডিশন। তবে তুমুল ব্যস্ততার মধ্যেও সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহওয়াগ।

সৌরভ-শেহওয়াগ জুটি কেবিসি-তে

সৌরভ-শেহওয়াগ জুটি কেবিসি-তে

ভারতীয় ক্রিকেটে এমন কয়েকজন রয়েছেন যাঁরা দাদার জন্য জান দিতে প্রস্তুত। তাঁদেরই অন্যতম বীরেন্দ্র শেহওয়াগ। ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই অবগত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কই বীরুকে ওপেনার হিসেবে তুলে এনেছিল। বাকিটা ইতিহাস। মহারাজের সেই সিদ্ধান্ত সময়োচিত না হলে কে বলতে পারে হয়তো অনেকের মতোই সংক্ষিপ্তভাবেই শেষ হতে পারতো বীরুর কেরিয়ার। কেবিসিতে অমিতাভের সামনে ভারতের একদা ওপেনিং জুটি কেমন খেলেছে তা দেখা যাবে আগামী শুক্রবার। সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ড থেকে ফিরে কেবিসি-র শুটিং সেরে কলকাতায় ফিরেছেন। নিজেও ব্যস্ত টানা বিজ্ঞাপনী শুটিংয়ের কাজে। তারই মধ্যে চলছে আইপিএল ও টি ২০ বিশ্বকাপ নিয়ে যাবতীয় পরিকল্পনা, কাজকর্ম।

ক্রিকেট মাঠের জুটি

ক্রিকেট মাঠের জুটি

বীরেন্দ্র শেহওয়াগ এর আগেও কেবিসিতে উপস্থিত ছিলেন। সামলেছিলেন প্রশ্নবাণ। এবার তিনি আরও বেশি কনফিডেন্ট ছিলেন পাশে প্রিয় দাদা থাকায়। একদিনের আন্তর্জাতিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকররের জুটির পারফরম্যান্সের ধারেকাছে কেউ নেই। সচিন-সৌরভ জুটিতে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৩৬টি ইনিংসে উঠেছে ৬৬০৯ রান। দুইবার অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছেন এই দুই কিংবদন্তি। সর্বাধিক ২৫৮। গড় ৪৯.৩২। শতরানের পার্টনারশিপ হয়েছে ২১ বার, অর্ধশতরানের পার্টনারশিপ ২৩ বার। ২০০২ থেকে ২০১২ সালের মধ্যে সচিন-শেহওয়াগের ওপেনিং জুটিতে ৯৩টি ইনিংসে উঠেছে ৩৯১৯ রান, সর্বাধিক ১৮২। গড় ৪২.১৩। শতরানের পার্টনারশিপ হয়েছে ১২ বার ও অর্ধশতরানের পার্টনারশিপ ১৮ বার। সৌরভ বীরুকে নিয়ে ওপেন করতে নেমেছেন ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে ৪৩টি ইনিংসে। এই জুটি অপরাজিত থেকেছে ২ বার। ১৬২৫ রান এসেছে, ৩৯.৬৩ গড়ে। সর্বাধিক ১৯৬। পাঁচবার শতরানের এবং ছয়বার অর্ধশতরানের পার্টনারশিপ হয়েছে।

লর্ডস থেকে ফুচকা

লর্ডস থেকে ফুচকা

যে চ্যানেলে কেবিসি সম্প্রচারিত হবে সেই চ্যানেলে ইতিমধ্যেই সৌরভ-শেহওয়াগ জুটিকে নিয়ে শানদার শুক্রবার পর্বের প্রোমো চলতে শুরু করেছে। এতেই দেখা যাচ্ছে বিভিন্ন মজার কথোপকথন। অবশ্যই সেখানে এসেছে লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট ট্রফি জেতার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্য। তবে এতদিন টিম ইন্ডিয়ার স্থপতিকে যে প্রশ্ন কেউ করেননি সেটাই করেছেন বিগ বি। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অমিতাভ মহারাজের কাছে জানতে চেয়েছেন, জার্সি খুলে ওড়ানোর সময় তিনি ঠিক কী বলছিলেন? লাজুক বোর্ড সভাপতি স্বাভাবিকভাবেই হেসে বলেন, এখানে সেটা বলা সম্ভব নয়। পরে আপনাকে বলতে পারি। আবার সৌরভের কাছে মেগাস্টার অমিতাভ বচ্চন দাদা সম্বোধন করে জানতে চেয়েছেন তাঁর পছন্দের স্ট্রিট ফুড কি? সৌরভ বলেন, ফুচকা। বীরুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ছোলে কুলচে। তা শুনে সৌরভ বলেন, ফুচকার কাছে কিছু হয় না। হাত দিয়ে যেভাবে বানিয়ে দেওয়া হয় ওতে যেন আরও ভালো হয়ে যায় ফুচকা। সম্মতি দিয়ে বিগ বি বলেন, তা ঠিক।

বীরুর গান

বীরুর গান

বীরেন্দ্র শেহওয়াগ ব্যাটিং করার সময় গুনগুন করে গান গাইতেন। সে কথাও অমিতাভ জানেন। বিস্ফোরক ব্যাটিংয়ের সময় কোন গানটি বেশি পছন্দ এমন গোছের প্রশ্নে শেহওয়াগ বলেন, চলা যাতা হু কিসি কি ধুন মে, বলেই বড় শট খেলার মতো হাত দিয়ে ইঙ্গিত দেন। অর্থাৎ এই ধুন শব্দটিকে চলতি কথায় বোলারদের ধুনে দেওয়ার কাজেই ব্যবহার করতেন বীরু। এরপর অমিতাভ বচ্চন প্রশ্ন করেছিলেন, ফিল্ডিং করার সময় ক্যাচ মিস করলে কোন গান? বীরুর এরপর লাওয়ারিস ছবিতে অমিতাভের লিপে গাওয়া গানের কথা তুলে ধরে সরস জবাব দিয়ে বলেন, এটা কোচের উপর নির্ভর করে। গ্রেগ চ্যাপেল কোচ হলে....আপনি তো জ্য়ায়সে ত্যায়সে...কাট জায়েগি...(এরপর সৌরভের দিকে আঙুলের দেখিয়ে) আপ কা ক্যায়া হোগা জনাবেওয়ালি। ভারত যদি অস্ট্রেলিয়া বা পাকিস্তানকে হারায় তাহলেও ফেভারিট ডায়লগ অমিতাভেরই। রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশা! এটা বিগ বি বলে উঠতেই বীরু বলেন, মাঠে তো আমরাই ওদের বাপ। এভাবেই নানা মজাদার কথোপকথন আর প্রশ্নোত্তরে কেবিসিতে যে জমজমাট দাদাগিরি দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না। কৌন বনেগা ক্রোড়পতি যেখানে অমিতাভ ছাড়া ভাবাই যায় না, সেখানে দাদাগিরিও সৌরভকে ছাড়া নৈব নৈব চ। তাই শাহেনশার সামনে 'প্রিন্স অব কলকাতা' (প্রিন্স অব ক্যালকাটাকে কলকাতা বলে উচ্চারণ করেই সৌরভকে স্বাগত জানান বিগ বি) এবং নজফগড়ের নবাবের জুটির পারফরম্যান্স দেখতে মুখিয়ে সকলেই।

{quiz_683}

English summary
Amitabh Bachchan Asks Sourav Ganguly About His Reaction After Natwest Victory And Favourite Street Food In KBC. Virender Sehwag Answered A Few Questions With His Talent As Singer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X