For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ে ধস আফগানদের ইনিংসে, রশিদ-ঝড়ে ২০০-র গণ্ডি পার

অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে ধসে পড়ল আফগানিস্তানের ব্যাটিং বিক্রম। মাত্র ৩৮.২ ওভারে ২০৭ রানে শেষ হয়ে গেল আফগান ইনিংস।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে ধসে পড়ল আফগানিস্তানের ব্যাটিং বিক্রম। মাত্র ৩৮.২ ওভারে ২০৭ রানে শেষ হয়ে গেল আফগান ইনিংস। অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্যমাত্রা রয়েছে। কামিন্স, জাম্পা আর স্টোনিসের ধারালো বোলিংয়ের সামনে এদিন অসহায় আত্মসমর্পণ করলেন আফগান ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং, রশিদ-ঝড়ে ২০০-র গণ্ডি পার

দুই ওপেনিং ব্যাটসম্যানকে প্রথমেই ফিরিয়ে দেন স্টার্ক ও কামিন্স। পাঁচ রানে দুই উইকেট খুইয়ে যখন ধুঁকছে আফগানরা, তখন আফগান ব্যাটিংকে টেনে তোলার চেষ্টা করেন রশমত শাহ ও হসমাতুল্লা শাহিদি। তাদের দুজনকেই প্যাভিলয়নের পথ দেখান তরুণ স্পিনার অ্যাডাম জাম্পা। ৭৭ রানে পাঁচ উইকেট খুইয়ে যখন ধুঁকছিল আফগান ব্যাটিং, সেখানে থেকে গুলমাদিন নায়েব ও নাজিবুল্লাহ জারদান ৮৩ রানের পার্টনারশিপ করেন।

এরপর আবার স্টোনিসের জোড়া ধাক্কায় বেলাইন হয়ে পড়ে আফগানরা। রশিট খান এই পর্বে মাত্র ১১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আফগানিস্তানকে ২০০-র গণ্ডি পার করে দেন। শেষমেশ রশিদ খান আউট দতেই লড়াই শেষ। আফগানিস্তান ২০৭ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই চাপে। উল্লেখ্য, এর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পায়।

English summary
Afghanistan gives target 208 runs to win for Australia in WC 2019. Rashid Khan plays Windy innings of 27 runs from 11 balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X