For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: করোনা হানা আইপিএল-এ, কোভিড আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের এক সদস্য

IPL 2022: করোনা হানা আইপিএল-এ, কোভিড আক্রন্ত দিল্লি ক্যাপিটালসের এক সদস্য

Google Oneindia Bengali News

আইপিএল-এ ফের করোনা হানা। বিশ্বের সেরা টি-২০ লিগ চলাকালীন কোভিডে আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটলসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। প্যাট্রিক ছাড়া শিবিরের আরও কেউ কোভিডে আক্রান্ত হয়েছেন কি না, সেই খবর এখনও সামনে আসেনি।

IPL 2022: করোনা হানা আইপিএল-এ, কোভিড আক্রন্ত দিল্লি ক্যাপিটলসের এক সদস্য

ফিজিও-র সংস্পর্শে দলের প্রতিটা ক্রিকেটারকেই আসতে হয়, ফলে কোনও ক্রিকেটারের কোভিড আক্রান্ত হওয়ার সম্ভবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইপিএল-এর তরফ থেকে পাঠানো মিডিয়া রিলিজে বলা হয়েছে, "দিল্লি ক্যাপিটলসরে ফিডিও প্যাট্রিক ফারহার্ট কোভিড আক্রান্ত হয়েছেন। দিল্লির ক্যাপিটলসের মেডিক্যাল টিম তাঁকে দেখছে।"

শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে দিল্লি ক্যাপিটলস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গোটা দল পুরোদমে অনুশীলন করছে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শেষ ম্যাচটি খেলেছিল দিল্লি ক্যাপিটলস। কুলদীপ যাদবের অসাধারণ বোলিং-এ সেই ম্যাচে নাইটদের ৪৪ রানে পরাস্ত করে দিল্লি ক্যাপিটলস। যদিও এখনও সরকারী ভাবে দিল্লি ক্যাপিটলসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আশা কর যায় কিছুক্ষণের মধ্যেই সরকারী বিবৃতি চলে আসবে ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে।

করোনার কারণে ২০২০ সালে আইপিএল ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০২১ সালে আইপিএল-এ ঘরের মাঠে শুরু করলেও ফ্রাঞ্চাইজিগুলিতে একের পর এক কোভিড কেস সামনে আসার পর বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিযোগীতা। ফের তা দীর্ঘ কয়েক মাস বন্ধ রাখার পর সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বাকি ম্যাচগুলি খেলা হয়।

২০২২ আইপিএল দেশে করা নিয়ে শুরুর ক্ষেত্রে শুরুর দিকে কোভিড একটা সমস্যা হয়ে দাঁড়ালেও পরে তার প্রভাব কমান সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই সিদ্ধান্ত নেয় দেশের মধ্যে হবে এ বারের আইপিএল। কিন্তু হঠাৎই দিল্লির শিবিরে করোনা হানা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে বোর্ডের।

English summary
A support staf of Delhi Capitals tests COVID-19 positive in IPL 2022. As per now no other positive case has come out apart from this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X