For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামপুরহাট-কাণ্ডে ১০টি ধারায় মামলা রুজু করল সিবিআই, শনিতেই ময়দানে বিশেষ টিম

রামপুরহাট-কাণ্ডের তদন্তে নেমে পড়ল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জরুরি বৈঠক শুরু হয়। মূলত কীভাবে তদন্তের গতিপ্রকৃতি এগোবে সে বিষয়টি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।

  • |
Google Oneindia Bengali News

রামপুরহাট-কাণ্ডের তদন্তে নেমে পড়ল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জরুরি বৈঠক শুরু হয়। আর এই বৈঠকের পরেই রামপুরহাট-কাণ্ডে এফআইআর দায়ের করল সিবিআই। ১০টি ধারায় এই মামলা রুজু করা হয়েছে।

শনিতেই ময়দানে বিশেষ টিম

খুনের অভিযোগ, আগুন লাগানো, আগুন লাগিয়ে খুন করার অভিযোগ, খুনের চেষ্টা এবং হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় এহেন মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এফআইআরে একাধিক ব্যক্তির নাম রয়েছে বলেও খবর।

পুলিশের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে। রামপুরহাট থানায় আজ শুক্রবার এই এফআইআর করা হয়েছে বলে খবর। আর এফআইআরের ভিত্তিতেই আগামীকাল শনিবার সকালেই ঘটনাস্থলে সিবিআই টিম পৌঁছে যাবে বলে খবর। শনিবার থেকেই পুরোদমে তদন্তে নামবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, গত ২২ তারিখ ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয় রামপুরহাট থানায়। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। মূলত কীভাবে তদন্তের গতিপ্রকৃতি এগোবে সে বিষয়টি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।

এছাড়াও বিশেষ টিম গঠন নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা।

আর এই বৈঠক চলাকালীনই রামপুরহাট-কাণ্ডে গঠিত হওয়া সিটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় সিবিআইয়ের তরফে। রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের কাছ থেকে গোটা ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়। এছাড়াও ঘটনার কেস ডায়েরি তলব করা হয়। এফআইআরের কপিও চেয়ে নেওয়া হয় সিটের কাছ থেকে। আর সমস্ত কিছু খতিয়ে দেখেই রামপুরহাট থানায় এফআইআর সিবিআইয়ের।

বলে রাখা প্রয়োজন, রাজ্য পুলিশের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে। সে বিষয়েও তথ্য চাওয়া হয় বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এদিন সকালেই রামপুরহাট কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। রাজ্য পুলিশের তদন্তে প্রশ্ন রয়েছে। আর সেই কারণেই মূলত এই নির্দেশ হাইকোর্টের।

যদিও সিটের তরফে সিবিআইকে সবরকম ভাবে সাহায্যের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, তণমূলের তরফেও সিবিআইকে সবরকম ভাবে সাহায্যের কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজ শুক্রবার কুণাল ঘোষ বলেন, বিজেপির কথায় এই ঘটনায় প্রতিহিংসা করা হলে গণআন্দোলন হবে।

English summary
cbi files fir on rampurhat case birbhum west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X