For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতর 'খেল খতম' করতে ঝঁপাচ্ছেন দিলীপরা, যোগী, রাজনাথদের নিয়ে হাইভোল্টেজ প্রচারে বিজেপি

অনুব্রতর 'খেল খতম' করতে ঝঁপাচ্ছেন দিলীপরা, যোগী, রাজনাথদের নিয়ে হাইভোল্টেজ প্রচারে বিজেপি

Google Oneindia Bengali News

একা অমিত শাহে হবে না। অনুব্রতর গড় দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। ১০ ফেব্রুয়ারি পর পর হাইভোল্টেজদের নিয়ে বীরভূমে প্রচার শুরু করতে তলেছে বিজেপি। যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিং, স্মৃতি ইরানী, কৈলাশ বিজয়বর্গীয়কে নিয়ে পর পর সভা করার কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষরা। অমিত শাহ নিজে বীরভূমে প্রচারে গিয়েসেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এবার ধাপে ধাপে লালমাটি গেরুয়া করতে ঝাঁপাচ্ছে পদ্মশিবির।

অনুব্রতর গড়ে নজর বিজেপির

অনুব্রতর গড়ে নজর বিজেপির

অনুব্রতর গড়ে প্রথম থেকেই নজরে রেখেছে বিজেপি। লোকসভা ভোটে বীরভূমে বিজেপির ভোট বেড়েছে। সাংগঠনিক রিপোর্ড পাওয়ার পরেই নড়েচড়ে বসেন নাড্ডারা। অমিত শাহ নিজে বীরভূমে প্রচারে গিয়েছেন। বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বোলপুরে রোড শো করে শক্তি প্রদর্শন করেছেন বিজেপির চাণক্য। থেমে থাকেননি অনুব্রতও পাল্টা দলনেত্রী এনে পথসভা করে শক্তি প্রদর্শন করেছেন কেষ্ট। জমি ছাড়তে নারাজ তিনিও।

হাইভোল্টেজদের নিয়ে সভা

হাইভোল্টেজদের নিয়ে সভা

বীরভূমে হাইভোল্টেজদের নিয়ে প্রচারের ময়দানে ঝাঁপাচ্ছে বিজেপি। ১০ তারিখ থেকে শুরু হচ্ছে একের পর এক বিজেপির হেভিওয়েট নেতাদের সভা। ১০ ফেব্রুয়ারি মল্লারপুরে সভা করবেন রাজনাথ সিং। একই দিনে সাঁইথিয়ায় সভা কৈলাশ বিজয়বর্গীয়ের। তারপর ১২ ফেব্রুয়ারি আবার দুবরাজপুরে সভা করবেন স্মৃতি ইরানী। তারপরে ১৩ ফেব্রুয়ারি কীর্ণাহারে কর্মিসভা করবেন যোগী আদিত্যনাথ। লোকসভা ভোটের ভোট ব্যাঙ্ক বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন দিলীপ ঘোষরা। বাইরে থেকে নেতৃত্ব নিয়ে এসে সভা করানোর মূল উদ্দেশ্য হল দলীয় কর্মীদের চাঙ্গা করা।

 বীরভূমে তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা

বীরভূমে তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা

লোকসভা ভোটে বীরভূমের বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট বেড়েছে বিজেপির। ভোটের ব্যবধান অনেকটাই কমেছে তৃণমূল কংগ্রেসের। তারপরেই অনুব্রতর অনুশাসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মূলক সাঁইথিয়া,রামপুরহাটের অবাঙালিদের ভোট দখলে আনতে পেরেছে বিজেপি। মাঝে শতাব্দী রায় বেসুরো গাইতে শুরু করেছিলেন। শতাব্দী বিজেপিতে যাচ্ছেন বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতে সফল হয়নি বিজেপি।

 ফের সক্রিয় কালোসোনা মণ্ডল

ফের সক্রিয় কালোসোনা মণ্ডল

বীরভূমে ঠিক একুশের ভোটের আগে ফের সক্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। অনুব্রতকে কড়া টক্কর দিতেই যে কালোসোনা মণ্ডলকে ময়দানে নামানো তাতে কোনও সন্দেহ নেই। দিলীপ ঘোষ নিজে বারবার বীরভূম সফর করেছেন। বিজেপির রাজ্যে নেতৃত্বের কড়া নজরে রয়েছে বীরভূম। এদিকে একের পর এক কর্মিসভা করে খেলা হবে বলে হুঙ্কার দিয়ে চলেছেন অনুব্রত মণ্ডল। তাতে অবশ্য খুব একটা ভাবিত নয় বিজেপি। অনুব্রতর মোকাবিলায় বিধানসভা বেছে বেছে অঙ্ক কষছে গেরুয়া শিবির।

English summary
BJP start target TMC leader Anubrata Mandal's Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X