ঐশ্বর্য, কাজল, প্রিয়াঙ্কার সঙ্গে কিং খানের অদেখা কিছু ছবি!
২৩ বছর ধরে বলিউড শাসন করছেন সুপারস্টার শাহরুখ খান। বয়স পঞ্চাশের দোরগোড়ায় এলেও জনপ্রিয়তায় তা একরদ্দি প্রভাব ফেলতে পারেনি।
(ছবি) সলমন, শাহরুখ বা সানি লিওনির জীবনের এই অসাধ্য সাধনগুলি কি হবে?
পর্দায় কখনও কাজল কখনও রানি মখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেধে সবার মন জয় করে নিয়েছেন, কিংবা ঐশ্বর্য রাই বা প্রিয়াঙ্কা বা প্রীতি জিনটার সঙ্গে জুটি বেধে পর্দায় ম্যাজিক ক্রিয়েট করেছেম।
একঝলকে দেখে নিন সলমন খানের অদেখা কয়েকটি ছবি
অনেকেই জানেন না শাহরুখ খান দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপ (ট্যাগ)-এর থিয়েটার পরিচালক ব্যারি জনের কাছ থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন। শাহরুখ টেলিভিশন দিয়ে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৮৮ সালে ফৌজি ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে আত্মপ্রকাশ শাহরুখের।
স্মৃতিচারণ : ছোট্ট আরিয়ানকে কোলে নিয়েই কাজলের বিয়েতে শাহরুখ-গৌরি!
ফৌজির পরই ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠে শাহরুখ। এরপর হেমা মালিনি পরিচালক হিসাবে নিজের প্রথম ছবি দিল আশনা হ্যায় ছবিতে শাহরুখকে মুখ্য পুরুষ চরিত্রে নেন। ছবিটি কোনও কারণ মুক্তি পেতে দেরি হয়। তার আগেই দিব্যা ভারতী এবং ঋষি কাপুরের সঙ্গে অভিনীতি তাঁর ছবি দিওয়ানা (১৯৯২) সালে মুক্তি পায়।
(ছবি) পাপারাৎজীদের ক্যামেরায় গোপনে তোলা অদেখা শাহরুখ
এই ছবিটিই শাহরুখের জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। ডর-বাজিগর ছবিতে তাঁর নেগেটিভ ইমেজও যেমন জনপ্রিয়তা পেয়েছে সে জনপ্রিয়তাও ছাপিয়ে গিয়েছে বাদশাহের রোমান্টিক ইমেজ।
ঐশ্বর্য, কাজল, প্রিয়াঙ্কার সঙ্গে কিং খানের অদেখা কিছু ছবি দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে।
{photo-feature}