For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়পর্দায় টলিউডের যে সব নায়করা অভিনয় করেছেন উত্তম কুমারের চরিত্রে, আসুন দেখে নিই

Google Oneindia Bengali News

২৪ জুলাই, রবিবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। তাঁর মৃত্যুর পরও অপূরণীয় ফাঁক রয়ে গিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। উত্তম কুমার হওয়া মুখের কথা নয়। তাঁর অভিনয়, কথা বলার ধরন, তাকানোর স্টাইল সবকিছুতেই অন্যরকম ব্যাপার ছিল। উত্তম কুমারের মৃত্যুর পর তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার ইচ্ছা একাধিক তারকাদের ছিল। তবে সেই ইচ্ছা পূরণ হয়েছে গুটিকয়েক বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতাদের। কিংবদন্তী নায়কের চরিত্রে অভিনয় করেছেন এরকম কিছু অভিনেতাদের দেখে নিন এক ঝলকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

মহানায়কের চরিত্রে ছোট পর্দায় ঝড় তুলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল 'মহানায়ক' ধারাবাহিক। তাঁর ফিল্মি কেরিয়ার থেকে পারিবারিক সম্পর্ক-সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে এই ধারাবাহিক। উত্তম কুমারকে পর্দায় ফুটিয়ে তোলা একেবারেই সহজ কাজ ছিল না প্রসেনজিতের পক্ষে। কিন্তু তিনি প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন।

যীশু সেনগুপ্ত

যীশু সেনগুপ্ত

টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তের কেরিয়ারেও এসেছে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করার সুযোগ। সৌমিক সেনের 'মহালয়া' ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া একদিন রেকর্ড করেছিলেন উত্তম কুমার আর তাই নিয়েই এই ছবির গল্প।

সুজন মুখোপাধ্যায়

সুজন মুখোপাধ্যায়

মহানায়ক হিসেবে স্ক্রিনে দেখা গিয়েছিল অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। টেলিভিশনে নীল নামেই পরিচিত তিনি। 'যেতে নাহি দিব' ডকু ফিচারে অভিনয় করেছিলেন তিনি। চুলের স্টাইল থেকে পরনের সাদা পাঞ্জাবি, উত্তম হওয়ার চেষ্টা করেছিলেন দিব্য। তবে মহানায়ক হয়ে ওঠা একেবারেই সহজ নয়। সুজন জানিয়েছিলেন, '‌উত্তম কুমার হওয়া একেবারেই সম্ভব নয়। কিন্তু আমি চরিত্রের উপস্থাপনায় খামতি রাখব না।'‌

শাশ্বত চট্টোপাধ্যায়

শাশ্বত চট্টোপাধ্যায়

সম্প্রতি মুক্তি পেয়েছে অতনু বসুর '‌অচেনা উত্তম'‌। যেখানে মহানায়ক হিসাবে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তার পাওয়া না পাওয়ার গল্প, প্রেম ভালবাসা, সিনেমা থেকে শুরু করে দাম্পত্য কলহ সব নিয়েই এক অচেনা উত্তমকে দেখতে পাবে মানুষ। যেখানে শুধু স্টারডম নয় বরং অভিনেতার আড়ালে লুকিয়ে থাকা একটি মানুষকে দেখতে পাবে দর্শক।

গৌরব চট্টোপাধ্যায়

গৌরব চট্টোপাধ্যায়

মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন তাঁর দাদুর চরিত্রে। সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' ছবিতে গৌরবকে দেখা গিয়েছিল উত্তমের ভূমিকায়। একজন উত্তম গবেষকের ওপর নির্মিত এই ছবি। ছবির মূল গল্পের নেপথ্যে রয়েছে গৌরবের চরিত্র। হাজার গবেষণা করে এই সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সৃজিত।

English summary
These Tollywood actors have been seen playing the role of Uttam Kumar on the big screen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X