
সাজিদ খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ শার্লিন চোপড়ার, নোটিশ পাঠানো হবে কালার্সকে
বিগ বস ১৬-এর প্রথম পর্ব সম্প্রচার হওয়ার আগে থেকেই বলিউডের পরিচালক সাজিদ খানের এই শোতে যাওয়া নিশ্চিত, এই খবর পাওয়ার পরই রিয়্যালিটি শোটি রীতিমতো বিতর্কে চলে এসেছে। মি টু-এর ঘটনাগুলি যখন সামনে আসছিল একের পর এক সেই সময় সাজিদ খানের বিরুদ্ধেও একাধিক মেয়ে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এবং তাঁদের মধ্যে অনেকেই সাজিদ খানকে বিগ বসের ঘর থেকে সরিয়ে দেওয়ার জন্য দাবী জানিয়েছেন।

মহিলাদের যৌন হেনস্থার কারণে পরিচালককে এই শো থেকে বের করে দেওয়ার দাবী অনেকেই জানিয়েছেন এবং এরই মাঝে অভিনেত্রী শার্লিন চোপড়া মুম্বইয়ের জুহু পুলিশ স্টেশনে সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শার্লিন তাঁর অভিযোগে ২০০৫ সালে সাজিদের দ্বারা যৌন হেনস্থার কথা উল্লেখ করেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শার্লিনের মুখপাত্র জানিয়েছেন যে কোন ধারায় মামলা দায়ের হয়েছে তা এখনও উল্লেখ করা হয়নি, একজন মহিলার শালীনতাকে লঙ্ঘন করার জন্য এই অভিযোগ করা হয়েছিল। শার্লিনের মুখপাত্র আরও জানান যে বিগ বস ১৬-এ সাজিদের প্রবেশ শুধুমাত্র তাঁর ভাবমূর্তিকে স্বচ্ছ করার জন্য চক্রান্ত ছিল। শার্লিন চোপড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ দায়ের করেছেন।
শার্লিনের আইনজীবী সোহেল শরিফ জানান যে তাঁর মক্কেল চান সাজিদ বিগ বসের ঘর থেকে সরে যাক এবং একই দাবী জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আইনজীবী বলেন, 'এক-দু'দিনের মধ্যেই আমরা কালার্স টিভিকে নোটিশ পাঠিয়ে সাজিদ যেখানে রয়েছে সেই পর্বের সম্প্রচার বন্ধ করার জন্য বলা হবে।' ইতিমধ্যেই সাজিদ খান বিগ বসের বাড়িতে প্রবেশ করা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে প্রতিবাদ করেছেন সোনা মহাপাত্র, আলি ফজল ও তনুশ্রী দত্ত।
একেবারে নীচের দিকে চলে এল 'মিঠাই’, বেঙ্গল টপার 'গৌরী এল’, এক নজরে দেখুন টিআরপি তালিকা