For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chhichhore Movie Review : 'থ্রি ইডিয়টস' নয়, অন্য এক স্রোতে বইল সুশান্ত-শ্রদ্ধার ফিল্মের গল্প

না! 'থ্রি ইডিয়টস ২.০' 'ছিছোড়ে কে ঠিক বলা যায় না! তবে,'আমিরি' ছবির সেই স্মৃতি সুশান্ত, শ্রদ্ধারা খানিকটা ফিরিয়ে দিয়েছেন 'ছিছোরে'তে।

  • |
Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, প্রতীক বব্বর, বরুণ শর্মা
Director: নীতেশ তিওয়ারি

না! 'থ্রি ইডিয়টস ২.০' 'ছিছোড়ে কে ঠিক বলা যায় না! তবে,'আমিরি' ছবির সেই স্মৃতি সুশান্ত, শ্রদ্ধারা খানিকটা ফিরিয়ে দিয়েছেন 'ছিছোরে'তে। কৈশোরের সরলতা কাটিয়ে ধীরে ধীরে যৌবনের পথে পা বাড়ানোর একটা বড় দিক হল কলেজ জীবন। আর সেই কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি উস্কে দিয়ে 'ছিছোড়ে' র হাত ধরে পরিচালক নীতেশ তিওয়ারি নিয়ে এসেছেন এক অনাবিল আনন্দের ছবি।

গল্পের শুরু...

গল্পের শুরু...

'থ্রি ইডিয়টস' এ ছিল মিলিমিটার, আর 'ছিছোড়ে' ছবিতে রয়েছে অনিরুদ্ধ (সুশান্ত) এর ছেলে । অনিরুদ্ধের এই ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা দিয়েই শুরু গল্প। ছেলেটি এক এন্ট্রান্স পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়। আর সেই সময় অনিরুদ্ধ ফিরে যান নিজের পুরানো দিনে। ফ্ল্যাশব্যাকে শুরু হয় তাঁদের ইঞ্জিনিয়ারিং কলেজের গল্প। যেখানে উঠে আসে অনিরুদ্ধের স্ত্রী মায়া (শ্রদ্ধা)র গল্প। উঠে আসে সেক্সা ( বরুণ), অ্যাসিড (নভিন পলিশেট্টি), ডেরেক (তাহির রাজ ভাসিন)দের গল্প। যে গল্পের সঙ্গে অনেকেই মিল খুঁজে নিতে পারবেন ফেলে আসা কলেজ জীবনের।

পরিচালনা

পরিচালনা

'থ্রি ইডিয়টস' যদি চেতন ভগতের গল্প হয়, তাহলে 'ছিছোড়ে' পরিচালক নীতেশ তিওয়ারির বম্বে আইআইটি জীবনের গল্প। বম্বে আইআইটির ছাত্র নীতেশ ছবিতে যেভাবে গল্প বলেছেন , তাতে রীতিমতো নিপুণতার ছোঁয়া রেখেছেন পরিচালক।

 অভিনয়

অভিনয়

সুশান্ত যেন অনিরুদ্ধের ভূমিকার জন্য একদম উপযুক্ত ছিলেন। ছবির প্রতিটি পরতে যেন সুশান্ত নিজেকে আলাদা করে তুলে ধরেছেন। আর তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন বরুণ। অন্যদিকে , শ্রদ্ধা কাপুর খানিকটা নিজের ভক্তদের নিরাশ করেছেন।

English summary
Chhichhore Movie Review : Sushant ,Shradhdha starrer film perfect to book tickets .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X