(ছবি) আলিয়া-সানি-লিজা, 'পিঙ্ক বিকিনি লুক'-এ যে ১২ অভিনেত্রী সুপারহিট
শানদার ছবির ট্রেলর মুক্তি পাওয়ার পর থেকেই আলিয়া ভটের গোলাপী রংয়ের স্লিক বিকিনির হট লুক সোস্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে আলিয়ার বিকিনি ছবি ভাইরাল হয়ে পড়েছে। মিষ্টি মেয়ের তকমা ছেড়ে এবার সুপার হট আলিয়া।[বলিউডের ২০ জন অভিনেত্রীদের বিকিনি অবতার!]
এই প্রথমবার নয়, যখন বড়পর্দায় বিকিনি পড়ে দেখা গেল আলিয়াকে। নিজের প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এই হলুদ বিকিনি পড়ে দেখা গিয়েছিল আলিয়াকে। কিন্তু আলিয়ার সেই বিকিন লুক আর শানদার-এর বিকিনি লুক-এ আকাশ পাতাল তফাৎ। [বয়সের সঙ্গে গ্ল্যামার বড়েছে যে বলি তারকাদের!]
এই একটি ছোট বিকিনি দৃশ্যের জন্য আলিয়া রীতিমতো শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন। কড়া এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে নিজের শরীরকে আরও আকর্ষণীয় করেছেন। [কেআরকে-র কুরুচিকর টুইটের বন্যা অব্যাহত, টার্গেট সানি লিওনি-সোনম কাপুর!]
আলিয়ার এই 'পিঙ্ক বিকিনি লুক' ভাইরাল হওয়ার কথা শুনেই মাথায় আসতে শুরু করেছিল বলিউডের অন্য কোন কোন অভিনেত্রী নির্দিষ্টভাবে পিঙ্ক বিকিনি লুক-কে দারুনভাবে ক্যারি করেছেন। [(ভিডিও) এয়ার হস্টেসদের বিকিনি পরিয়ে বিতর্কে ভিয়েতনামের বিমান সংস্থা]
বলিউড অভিনেত্রীদের বিকিনি পরা নতুন কথা নয়। কিন্তু নির্দিষ্টভাবে গোলাপী রংয়ের বিকিনিতে সেভাবে আলোড়ন ফেলেননি অভিনেত্রীরা। তবুও গোলাপী বিকিনি অবতারে বলিউডের যে ১২ অভিনেত্রীর ছবি আমাদের কাছে এসেছে তা পাঠকদের জন্য নিচে স্লাইডে দেওয়া হল।

আলিয়া ভট
শানদার ছবির ট্রেলর মুক্তি পাওয়ার পর থেকেই আলিয়া ভটের গোলাপী রংয়ের স্লিক বিকিনির হট লুক সোস্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে আলিয়ার বিকিনি ছবি ভাইরাল হয়ে পড়েছে। মিষ্টি মেয়ের তকমা ছেড়ে এবার সুপার হট আলিয়া।

সানি লিওনি
উজ্জ্বল গোলাপী রংয়ের বিকিনিতে মোয়ময়ী সানি লিওনি।

ক্যাটরিনা কাইফ
ধুম ৩ ছবিতি একটি গানের দৃশ্যে গোলাপী রংয়ের বিকিনিতে ক্যাটরিনা।

জিনাত আমান
আশির দশকের সাহসী অভিনেত্রী ছিলেন জিনাত। বলিউডে অভিনেত্রীদের বিকিনি পড়ার ক্রেজটা জিনাতই শুরু করেছেন বললেও ভুল বলা হবে না।

সোনম কাপুর
বেওয়াকুফিয়া ছবিতে প্রথমবার বিকিনি পড়েছিলেন সোনম কাপুর, তাও আবার গোলাপী রংয়েরই।

লারা দত্ত
সুন্দরী প্রতিযোগিতার সুইম স্যুট রাউন্ডে প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী লারা দত্ত।

এমি জ্যাকসন
এমি জ্যাকসন গোলাপী রংয়ের হট বিকিনিতে।

লিজা হেডেন
সওকিন ছবির মানালি ট্রান্স গানে গোলাপী সুইমস্যুটে সেক্সি লিজা।

অদিতি রাও হায়দারি
অভিনেত্রী অদিতি রাও হায়দারি সুইমিং পুলে একটি ফটোশুটের সময় গাঢ় গোলাপী বিকিনিতে।

এভলিন শর্মা
একটি বলিউড ছবির দৃশ্যে উজ্জ্বল গোলাপী বিকিনিতে এভলিন শর্মা।

তামান্না ভাটিয়া
হামসকলস ছবিতে গোলাপী বিকিনি টপে অনন্যা তামান্না ভাটিয়া।

উর্বশী শর্মা
একটি ছবির দৃশ্যে গোলাপী সুইম স্যুটে উর্বশী।