For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কাটিয়ে চলতি বছর কোন কোন সিনেমা দেখতে ফের হলমুখী দর্শক?

করোনা কাটিয়ে চলতি বছর কোন কোন সিনেমা দেখতে ফের হলমুখী দর্শক?

Google Oneindia Bengali News

২০২০ থেকে করোনা পরিস্থিতি বিশ্বের অর্থনীতিতে যেন তালা লাগিয়ে দিয়েছে। গোটা বিশ্বে বন্ধ হয়ে গিয়েছে বহু অফিস-কারখানা। সংক্রমণ প্রতিরোধ করতে ঝাঁপ পরেছিল সিনেমা হলগুলোতে। মাঝে কোভিডবিধি মেনে সিনেমা হল খুললেও দীর্ঘদিন ধরে হলমুখী হয়নি জনতা। কিন্তু চলতি বছরে বেশকিছু ছবি হলে টেনেছে দর্শকদের। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবি সিনেমা হলে দর্শক টেনেছে

স্পাইডারম্যান- নো ওয়ে হোম

সম্প্রতি মুক্তি পেয়েছে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 'স্পাইডার ম্যান নো ওয়ে হোম'। মাত্র ৫ দিনে বহু টাকার ব্যবসা করেছে হলিউড কলম্বিয়া পিকচার্স এবং মার্ভেলস স্টুডিওস প্রযোজিত আমেরিকান সুপারহিরো মুভি। ছবিটি পরিচালনা করেছেন জন ওয়াটস এবং লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমারস।২০২১ সালে রিলিজ হওয়া ছবির মধ্যে এটি অন্যতম। ছবিটি ভারতে রিলিজের প্রথম সপ্তাহান্তে ১৩৮.৫৫ কোটির ব্যবসা করেছে। গোটা বিশ্বে ৫৮৭ মিলিয়ন ডলার ব্যবসা করেছে।

অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ

মারাঠি ছবি 'মুলশি প্যাটার্ন'-এর রিমেক। ছবিটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকার এবং প্রযোজনা করেছেন সালমান খান ফিল্মস। ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে সলমন খান ও আয়ুষ অভিনীত ছবি অন্তিম। ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা এবং মহিমা মাকওয়ানা।অন্তিম এবার মুক্তি পাচ্ছে ওটিটি-তে। ছবি মুক্তির প্রথম সপ্তাহে বেশি ব্যবসা করতে পারেনি ছবিটি।মোট ৩২০০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই ছবি। জানা গিয়েছে জিফাইভে মুক্তি পাবে ছবি। এখন দেখার জনমানসে আর কতটা প্রভাব ফেলতে পারে ছবিটি।

ভেনম, লেট দেয়ার বি কার্নেজ

মার্বেল এন্টারটেইনমেন্ট এবং টেনসেন্ট পিকচার্সের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি সার্কিস এবং এর চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল।২০২১ সালে ব্লকবাস্টারের তালিকায় যুক্ত হয়েছে ভেনম সিরিজের এই সিক্যুয়াল। হিন্দি ইংলিশ সহ একাধিক ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে।

মাস্টার

লকডাউনে তখন জেরবার সিনেমা ইন্ডাস্ট্রি, সেই সময় মুক্তি পেল দক্ষিণী ছবি মাস্টার। লকডাউনের আফটার শক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি।লোকেশ কানারাজের পরিচালনায় জেভিয়ার ব্রিটো প্রযোজনায় ছবিটি মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, শান্তনু ভাগ্যরাজ, আন্দ্রেয়া জেরেমিয়া, অর্জুন দাস এবং গৌরি জি কিশান। বিশ্বের বক্সঅফিসে ভারতীয় ছবি হিসেবে ২৩০-২৫০ কোটির ব্যবসা করেছিল ছবিটি। মহামারী যে কোন বাধা হতে পারে না এই ছবির মাধ্যমে অন্য পরিচালকরা অনুপ্রাণিত হয়েছেন। ফের আরও একবার প্রমাণিত হয়েছে ভালো বিষয়বস্তু থাকলে দর্শক টানতে বাধ্য।

চন্ডীগড় করে আশিকী

চলতি মাসেই মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও বানী কাপুর। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে ভালোই সাড়া মিলেছে। ছবির পরিচালক অভিষেক কপূর।0

English summary
year ender 2021 films that brought back the audience to theater hall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X