For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে বলিউড ফিল্ম বন্ধ হতেই সাংঘাতিক 'ক্ষতি'র মুখে ইমরানের দেশ! সংকটে টাকার লভ্যাংশ

এক রাতের মধ্যেই মাত্র কয়েকট মিনিটের গোলা বর্ষণে ভারতীয় বায়ুসেনা গুঁড়িয়ে দিয়ে এসেছে একাধিক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের আকাশে ঢুকে ১০০০ কেজির গোলাবর্ষণ করেছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

এক রাতের মধ্যেই মাত্র কয়েকট মিনিটের গোলা বর্ষণে ভারতীয় বায়ুসেনা গুঁড়িয়ে দিয়ে এসেছে একাধিক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের আকাশে ঢুকে ১০০০ কেজির গোলাবর্ষণ করেছে ভারত। এরপরই রাতারাতি পাকিস্তানের মাটিতে ভারতীয় ফিল্মকে নিষিদ্ধ ঘোষণা করে দেয় পাকিস্তান।

পাকিস্তানে বলিউড ফিল্ম বন্ধ হতেই সাংঘাতিক ক্ষতির মুখে ইমরানের দেশ! সংকটে টাকার লভ্যাংশ

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরদিনই, জানান পাকিস্তানে আর দেখানো যাবেনা ভারতীয়কোনও ছবি। অবশ্য এটা প্রথমবার নয়! এর আগেও পাকিস্তান বহুবার এরকম পদক্ষেপ নিয়ে শেষে আবার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। তাছাড়া বলিউড ছবি 'টোটাল ধামাল' ইতিমধ্যেই রিলিজ করেনি পাকিস্তানে। এমন সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ ফিল্মের প্রোডিউসাররাই ।এছড়াও একাধিক বলিউড ছবি যাতে পাকিস্তানে মুক্তি না পায় তার ব্যবস্থা করা হচ্ছে।

[আরও পড়ুন: পাকিস্তানে বন্দি ভারতীয় পাইলটকে নিয়ে ঘৃণ্য মন্তব্য বীণার! জবাবে পাক অভিনেত্রীকে একহাত নিলেন স্বরা ][আরও পড়ুন: পাকিস্তানে বন্দি ভারতীয় পাইলটকে নিয়ে ঘৃণ্য মন্তব্য বীণার! জবাবে পাক অভিনেত্রীকে একহাত নিলেন স্বরা ]

এদিকে, পাকিস্তানে যদি বলিউডের ছবি না চলে তাহলে আখেরে সর্বনাশ ইমরানের দেশেরই। কারণ পাকিস্তানে দেশের মোট রোজগারের লভ্যাংশের ৭০ শতাংশ আসে বলিউড ছবি থেকেই। ২০১৮ সালে শুধুমাত্র ২১ টি পাকিস্তানি ছবি মুক্তি পেয়েছিল। তার পাশে বলিউডের সংখ্যাটা নিতান্তই রাজকীয়! ২০১৮ সালে বলিউডকে সঙ্গে নিয়ে গোটা ভারতে ১৮১৩ টি ছবি মুক্তি পায়।যার মধ্যে রয়েছে আঞ্চলিক ছবিও। এর আগেও পাকিস্তানে বহুবার বলিউড ফিল্ম বন্ধ করার পর , বন্ধ হয়ে যা বহু সিনেমা হল। সেই ভবনকে পরে শপিং মল-এ পরিণত করতে বাধ্য হন 'হল' মালিকরা। তবে রাতারাতি পাকিস্তানি তথ্য় সম্প্রচার মন্ত্রীর বলিউড ফিল্মকে নিষিদ্ধ ঘোষণার পর এবার পরিস্থিতি কোনদিকে যায় সেটাই দেখার।

[আরও পড়ুন: পাকিস্তানে বন্দি উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতেই হবে! সোচ্চার অমিতাভ থেকে রণবীররা ][আরও পড়ুন: পাকিস্তানে বন্দি উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতেই হবে! সোচ্চার অমিতাভ থেকে রণবীররা ]

English summary
In the wee hours of Tuesday , the Indian Air Force launched an airstrike and destroyed the biggest Jaish-e-Mohammad terror camp in Pakistan's Khyber-Pakhtunkhwa province. In response, Pakistan information minister Fawad Chaudhry declared a total ban on Indian films.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X