For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দিরা গান্ধীর ভূমিকায় লারা দত্তের মেক আপে মাত নেট দুনিয়া! বলিউডের কিছু অবাক করা প্রস্থেটিকের ঘটনা একনজরে

ইন্দিরা গান্ধীর বেশে লারা দত্তের মেক আপে মাত নেট দুনিয়া! বলিউডের কিছু অবাক করা প্রস্থেটিক মেক আপ একনজরে

  • |
Google Oneindia Bengali News

প্রস্থেটিক মেক আপ নিয়ে বিদেশী ফিল্মের দুনিয়া থেকে মুম্বই ইন্ডাস্ট্রি বহু দিন ধরেই নানান রকমের পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে। শুধুই যে দেশের মধ্যে বলিউডই একমাত্র অই প্রস্থেটিক মেক আপ নিয়ে পরীক্ষা চালিয়েছে , তা নয়। টলিউডেও এমন কিছু তাক লাগানো মেক আপ দেখা গিয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের 'ভিঞ্চি দা' ছবিতে এই ধরনের কাজের কাহিনি নিয়ে ছবির কাহিনি বিন্যাস তুলে ধরা হয়। তবে 'বেল বটম' ছবিতে লারা দত্তকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখতেই নেট পাড়ায় শোরগোল তৈরি হয়। এমনই কিছু তাক লাগানো প্রস্থেটিক মেক আপের নমুনা বলিউডে বহু যুগ ধরে উঠে এসেছে। দেখে নেওয়া যাক সেই সমস্ত নমুনা।

তাক লাগিয়েছেন লারা দত্ত

তাক লাগিয়েছেন লারা দত্ত

অক্ষয় কুমার অভিনীত ছবি 'বেল বটম'-এ ইন্দিরা গান্ধীর ভূমিকায় রয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্ত। ছবিটি আশির দশকের একটি ঘটনা নিয়ে তৈরি। আর সেখানেই কার্যত তাক লাগিয়েছে লারার প্রস্থেটিক মেক আপ। এই মেক আপ দিয় মুখের আদল বদলে দিয়ে লারাকে এক্কবারে অন্য ঘরানায় পেশ করা হয়েছে। যা নিয়ে কার্যত বিস্তর আলোচনা হচ্ছে নেট পাড়ায়।

অমিতাভের 'পা'

অমিতাভের 'পা'

'পা' ছবিতে অমিতাভ বচ্চন অরোর ভূমিকায় অভিনয় করেন। এক বিরল রোগের শিকার এক শিশুর ভূমিকায় তখন ষাটোর্ধ্ব অমিতভকে দেখা যায়। ভারেতর বুকে তাক লাগিয়ে ২০০৯ সালে অমিতাভকে এক শিশুর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। যার নেপথ্যে রয়েছে প্রস্থেটিকের কামাল!

অমিতাভ তাক লাগাচ্ছেন

অমিতাভ তাক লাগাচ্ছেন

আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি ' গুলাবো সিতাবো' ছবিতে প্রস্থেটিকের একটি অন্য মাত্রা যোগ করেছেন বলিউডের বিগ বি।

রাজ কুমারের 'রাবতা'

রাজ কুমারের 'রাবতা'

সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি 'রাবতা' তে ৩২৪ বছরের এক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন রাজ কুমার রাও। ছবিতে ক্যামিওর চরিত্রে ছিলেন তিনি। এই ছবিতে নিজের লুক নিয়ে ১৬ টি লুক টেস্ট করেন রাজ কুমার। লস অ্যাঞ্জেলস থেকে একটচি বিশেষ মেক আপের টিম আসে তাঁর জন্য। তাঁরাই ঠিক করে দেন রাজ কুমারের মেক আপের খুঁটিনাটি। আপ আপ আর্টিস্ট জুবি জোহালের হাত ধরে রাজ কুমারের নয়া লুক আসে।

দক্ষিণী ছবিও নেই পিছিয়ে

দক্ষিণী ছবিও নেই পিছিয়ে

ভারতে অমিতাভের মুখের ওপর প্রস্থেটিক মেক আপ আপ বসানোর আগে , দক্ষিণী ছবি ' হিন্দুস্তানি'র হাত ধরে প্রস্থেটিক মেক আপে তাক লাগিয়ে দেন কমল হাসান। ১৯৯৬ সালের এই ফিল্মে কমলের মেক আপ আর্টিস্ট ছিলেন বিদেশী মাইকেল ওয়েস্টমোর ও মাইকেল জোনস। এই ছবির হাত ধরে কমল জিতে নেন তাঁর জাবনের চতুর্থ জাতীয় পুরস্কার।

 ঋষি কাপুর

ঋষি কাপুর

'কাপুর অ্যান্ড সনস' ছবিতে কার্যত তাক লাগিয়ে দেন ঞষি কাপুর। ছবিতে ৯০ বছরের দাদুর ভূমিকায় অভিনয় করেন ঋষি। গ্রের ক্যাননের হাত ধরে তিনি নিজের লুক পরিবর্তন করেন। প্রস্থেটিকের নয়া লুকে কার্যত ঋষি মাত করেন তাঁর গুণ মুগ্ধদের। উল্লেখ্য, ছবিতে তাঁর মেক আপ আর্টিস্ট একজন অস্কারজয়ী শিল্পী।

শাহরুখ খান

শাহরুখ খান

'ফ্যান' ছবিতে শাহরুখ খানের মেক আপও তাক লাগিয়েছে। অস্কারজয়ী গ্রের ক্যাননের হাত ধরে এই ছবিতে শাহরুখের মেকআপ জয় করে নেয় মন! উচ্চতায় ছোট এই চরিত্রটিতে শাহরুখের মুখের আদল বদলে গিয়ে কার্যত তাঁর মেক আপের প্রশংসা চারিদিকে ছড়িয়ে যায়।

হৃতিক

হৃতিক

'ধুম ২' ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা নিশ্চয়ই হৃতিক রোশনের অবাক করা প্রোস্থেটিক মেক আপ ভুলতে পারেননি! মেক আপ আর্টিস্ট জান গিলিংসের হাত ধরে এই অবাক করা প্রস্থেটিক মেক আপে হৃতিক কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। ছবিতে বিভিন্ন ভূমিকায় হৃতিককে তুলে ধরে জান গিলিংসের মেক আপ কুর্নিশ জয় করে।

'চাচি ৪২০'

'চাচি ৪২০'

কমল হাসান অভিনীত 'চাচি ৪২০' ছবিটি হলিউডের ফিল্ম 'মিসেস ডাউব ফায়ার' থেকে অনুপ্রাণিত। এই ছবিতে কমল হাসান একজন বয়স্ক মহিলার ভূমিকায় অভিনয় করেন মেক আপের কায়দায়। এণন তাক লাগানো মেক আপ তখনও পর্যন্ত দেখেনি কাশ্মীর থেকে কন্যা কুমারীকার ফিল্ম জগত। হলিউডের 'মাস্ক' ছবিটির পরিচালক মাইকেল ওয়েস্ট মোর এই ছবিতে কমলের মেক আপ আর্টিস্ট ছিলেন।

 অবাক করেছেন জন

অবাক করেছেন জন

জাতীয় পুরস্কার জয়ী মেক আপ আর্টিস্ট ও প্রস্থেটিক ডিজাইনার প্রীতিশীল সিং জন আব্রাহামকে 'রোমিও আকবর ওয়াল্টার' ছবিতে মেক আপ করিয়ে দেন। তাঁর অসামান্য মেক আপ ট্রান্সফরমেশন অবাক করেছে অনেককেই। যুবক থেকে হুঠ করে বয়স্কের চরিত্রে দেখা যায় জনকে।

নম্বির ভূমিকায় মাধবন

নম্বির ভূমিকায় মাধবন

বিজ্ঞানী নম্বি নারায়নের ৭৭ বছরের বয়সকে ক্যামেরায় ফুটিয়ে তোলার আগে তুমুল প্রস্থেটিক মেক আপের সাহায্য নেন দক্ষিণী তারকা আর মাধবন। 'রেকেটারি: দ্যা নাম্বি এফেক্ট
' ছবিতে ভারতের এই তামাম খ্যাতনামা বিজ্ঞানীর জীবনের নানান ঘটনা তুলে ধরা হয়।

English summary
Bollywood's finest prosthetic make up : From Madhavan in Nambi Narayan Biopic to Lara Dutta as Indira gandhi in Bell Bottom, lets check the list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X