For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার দাদু ফ্রিতে টিভি দিয়েছিলেন, বাবা দেবেন সেটটপ বক্স ,' ভোট চেয়ে আর কী বললেন ফিল্ম তারকা

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তৎপরতা। ভোটারদের নিজের দিকে টানতে একাধিক প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নেমেছেন রাজনৈতিক নেত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তৎপরতা। ভোটারদের নিজের দিকে টানতে একাধিক প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নেমেছেন রাজনৈতিক নেত্রীরা। রাজনৈতিক প্রচারের মঞ্চে চমক হিসাবে থাকছেন বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীরাও।

আমার দাদু ফ্রিতে টিভি দিয়েছিলেন, বাবা দেবেন সেটটপ বক্স , ভোট চেয়ে আর কী বললেন ফিল্ম তারকা

দক্ষিণ ভারতের অন্যতম রাজনৈতিক দল ডিএমকে। আর সেই পার্টির নেতা প্রয়াত করুণানিধির নাতি ফিল্ম তারকা উদয়নিধি এবার রাজনৈতিক প্রচারে নেমেছেন তাঁর বাবা স্ট্যালিনের তরফে। বাবার প্রচারে নেমেই উদয়নিধি স্ট্যালিনের দাবি, 'আমার দাদু ফ্রিতে টিভি দিয়েছিলেন, বাবা দেবেন সেটটপ বক্স, তাই এই নির্বাচনে আমার বাবাকে বিপুল ভোটে জয়ী করুণ।'

যেখানে বেকারত্ব, অর্থনীতি, দুর্নীতির মতো বিষয়তে ইস্যু করে রাজনৈতিক দলগুলি লড়ছে, সেখানে তামিলনাড়ুতে 'টিভি' ও 'সেট টপ বক্স' কে ইস্যু করে ভোট প্রচার আলোচনায় উঠে আসছে। প্রশ্ন উঠছে, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতির থেকেও কি বেশি প্রয়োজনীয় বিনামূল্যের টিভি বা সেটটপ বক্স। ভোট ময়দানে প্রচারে নেমে তামিল ফিল্ম তারকা তথা প্রযোজক উদয়নিধির মন্তব্য ঘিরে ধীরে ধীরে উঠছে বিতর্কের ঝড়।

English summary
Vote My Father If You Want Free Set-Top Boxes’, Stalin Junior Tells Tamil People.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X