হাতে চূড়া, মাথায় সিঁদুর, মুম্বই বিমানবন্দরে দেখা গেল সদ্য বিবাহিত দম্পতি ভিকি–ক্যাটরিনাকে
এখন তাঁরা 'জাস্ট ম্যারেড’। সকলের নজর এখন তাঁদের ওপরই। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন রাজ করছেন সদ্য বিবাহিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারাতে রাজকীয় বিয়ে সারেন বলিউডের এই জুটি। সদ্য বিবাহিত দম্পতি বিয়ের পর এই প্রথমবার প্রকাশ্যে এলেন। ১৪ ডিসেম্বর স্বামী–স্ত্রী হিসাবে ভিকি ও ক্যাটরিনাকে দেখা গেল কালিনা, মুম্বই বিমানবন্দরে। উড়ে গেলেন 'গোপন’ হানিমুন ডেস্টিনেশনে।

মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট সাওয়াই মাধোপুরে ক্যাটরিনা ও ভিকি কৌশলের চার হাত এক হয়। তিনদিনের জমজমাট বিয়ের উৎসবে মেতে ছিল বিলাসবহুল এই রিসর্ট এবং বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ১৪ ডিসেম্বর, মঙ্গলবার ভিকি-ক্যাটরিনাকে একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। এই দম্পতি তাঁদের মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যাচ্ছেন, যদিও কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। তবে গোপন সূত্র বলছে, দম্পতি নাকি মালদ্বীপের উদ্দেশে উড়ে গিয়েছেন। বিবাহিত দম্পতি হিসাবে এটাই ভিকি ও ক্যাটরিনার প্রথম জনসমক্ষে আসা। ভিকি ও ক্যাটরিনা বিমানবন্দরের বাইরে থাকা পাপারাৎজিদের জন্য পোজ দেন এবং তাঁদের উদ্দেশ্যে হাতও নাড়ান।

বিমানবন্দরে মিস্টার অ্যান্ড মিসেস
ক্যাটরিনা এদিন হাল্কা গোলাপি রঙের স্যুট পরেছিলেন, সিঁথিতে সিঁদুর এবং হাতে লাল রঙের চূড়াও ছিল। অন্যদিকে ভিকির পরনে ছিল সাদা রঙের ফর্মাল শার্ট ও ক্যাজুয়াল প্যান্ট। ক্যাটরিনার হাতের মেহেন্দি আর তাঁর মুখের হাসি বলে দিচ্ছিল তিনি এই বিয়েতে খুব খুশি।

বিয়ের ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের বহুদিনের কৌতুহল মেটাচ্ছেন। এই দম্পতি সম্প্রতি তাঁদের প্রি-ওয়েডিং-এর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সব্যসাচীর ম্যাচিং পোশাকে স্টানিং লাগছেন ভিকি ও ক্যাটরিনা। এই ছবি পোস্ট করে ভিকি ও ক্যাটরিনা দু'জনেই ক্যাপশন দিয়েছেন, 'ভালবাসা, সম্মান এবং তাকে উদযাপন করা।'

নতুন বাড়িতে সংসার করবেন
বিয়ে সেরে মঙ্গলবারই ব্যক্তিগত বিমানে রাজস্থান থেকে মুম্বইতে ফিরে এসেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আরবসাগরের তীরে মায়ানগরীতে ১৫ কোটি টাকার সুখী গৃহকোণ সাজিয়েছেন তারকা দম্পতি। প্রতিবেশী বিরাট-অনুষ্কা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম