#SoundFreeDiwali : টলিউড তারকাদের অভিনব প্রচার ছবিতে
দীপাবলীর সঙ্গে আলো আর বাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু শব্দবাজি তীব্র শব্দে যেমন অসুস্থ, বৃদ্ধ, শিশুদের সমস্যা হয় তেমনই সমস্যা হয় পশুপাখিদের।
দীপাবলীর অন্যান্য খবর পড়ুন এখানে
তাই এবার দীপাবলীতে শব্দদানবকে দুরে সরানোর আহ্বাণ জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। ইনস্তাগ্রামে নিজেদের পোষ্যদের নিয়ে মজাদার অথচ বার্তাবহ সংলাপে মেতেছেন মিমি থেকে শ্রাবন্তী। বনি থেকে অঙ্কুশ সকলে।
টলিউডের অন্যান্য খবর পড়ুন এখানে
কীভাবে? আসুন একঝলকে দেখে নেওয়া যাক

মিমি চক্রবর্তী
মিমির আদরের কুকুর চিকু।
চিকু : মাম্মি এই দীপাবলী কি #SoundFreeDiwali হবে?
মিমি : আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি চিকু, আর দেখ সবাই আমাদের সাহায্যও করছে।

শ্রাবন্তী
শ্রাবন্তীর কুকুরের নাম কাসা
শ্রাবন্তী : জানিস কাসা এবারের দীপাবলী শুধু তোদেরই জন্য, কারণ এবার তো #SoundFreeDiwali

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
সায়ন্তিকার প্রিয় পোষ্যের নাম সিরাজ।
সায়ন্তিকা : আমার সিরাজ খুব সাহসী
সিরাজ : কিন্তু আমি বাজিকে খুব ভয় পাই।

অঙ্কুশ
অঙ্কুশের প্রিয়বন্ধু লিও।
অঙ্কুশ : কি রে লিও এত সাদা কেন তুই?
লিও : আমার ভয় লাগছে দীপাবলী আসছে তাই।

বনি সেনগুপ্ত
বনির পছন্দ বিড়াল। তার নাম পুচাই।
বনি : পুচাই জানিস এই দীপাবলী একটু অন্যরকম দীপাবলী, এবার #SoundFreeDiwali

আপনি কী বলছেন?
আপনার বাড়িতেও বুঝি আদরের পোষ্য রয়েছে। আপনিও কী টলিউড তারাদের তালে তাল মিলিয়ে শুরু করবেন এই অভিনব প্রচার?