
মৃত্যুর পর অঙ্গ দান করার প্রতিশ্রুতি দিয়ে মানবিক নজির গড়েছেন বলিউডের এই সকল তারকারা
মৃত্যুর পর দেহদান বা অঙ্গদান হল এক ধরনের নৈতিকতা। যা সকলেরই করা দরকার। যে সকল ব্যক্তির প্রয়োজন তাঁদের তা কাজে লাগতে পারে। এমন অনেক মানুষ আছেন যাদের লিডার, কিডনি, চোখ, ফুসফুস ছাড়াও শরীরের নানান অঙ্গ দরকার। হয়তো তাঁদের শরীরের এগুলি প্রতিস্থাপন করলে তাঁরা সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন। আমাদের জীবনে ছোট একটা সিদ্ধান্ত অন্যের জীবন বদলে দিতে পারে! জানেন বলিউডের এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা নিজেদের অঙ্গদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। জেনে নিন সেই মানবিক মানুষগুলি কারা।

প্রিয়ঙ্কা চোপড়া
বলিউডের নামকরা অভিনেত্রীর তালিকায় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার নাম রয়েছে। জানেন তিনিও নিজের অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে ডিভার পিতার মৃত্যু নিয়ে কথা বলার সময় অভিনেত্রী তার অঙ্গ দান করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। যাতে খুশই হয়েছেন সকলেই।

অমিতাভ বচ্চন
বিগবি, অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর চোখ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভাবুন তিনি কতটা মানবিক। তিনি চোখ দান করে অন্য কোনও ব্যক্তিকে তাঁর চোখ দিয়ে দেখতে সাহায্য করবেন। বলিউডের শেহেনশাহের এই প্রতিশ্রুতিতে অনেকেই অবাক হয়েছিলেন। তিনি ছাড়াও তাঁর বউমা ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখোপাধ্যায়ও মৃত্যুর পর তাঁর চোখ দান করবেন।

আমির খান
বলিউডের জনপ্রিয় নায়কের মধ্যে আমির খান একজন। অভিনেতা ছাড়াও তিনি যে কতটা বড় মনের মানুষ তা তাঁর অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়ে বুঝিয়েছিলেন। সাল ২০১৪, ক্যাডাভের অর্গান ডোনেশন ডের দিন অভিনেতা তাঁর দেহদান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। অভিনেতা অঙ্গদান কার্ডে সেই সময় জানিয়েছিলেন, 'কিডনি, লিভার, চোখ, ত্বক, অন্ত্র, ফুসফুস, বুক, অগ্ন্যাশয়, হার্টের ভালব, কানের পর্দা-সহ শরীরের অন্যান্য প্রয়োজনীয় অঙ্গ দান করবেন'।

আর মাধবন
অভিনেতা ও পরিচালক আর মাধবন তাঁর অঙ্গদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে মানবিক নজির গড়েছেন। 'রহনা হ্যায় তেরে দিল মে' বলিউড সিনেমা দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। আর অঙ্গ দানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বড় নজির গড়েছেন। অভিনেতা হার্ট, কিডনি, লিভার, অগ্ন্যাশয়, ফুসফুস, হাড় থেকে চোখ প্রায় সব অঙ্গই তিনি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর এই প্রতিশ্রুতিতে বেজায় খুশি অভিনেতার ভক্তরা।

সলমন খান
অভিনেতা হিসাবে তিনি যে কতটা জনপ্রিয় তা আর নতুন করে বলতে হবে না। তাছাড়া তিনি যে উদার মানসিকতার মানুষ তা আমাদের সকলেই জানা। বলিউডের ভাইজান মাঝে মধ্যেই নানান সামাজিক কাজ করে থাকেন, তা আমাদের চোখে পড়ে। তিনি নিজের অঙ্গ দান করবেন বলেও জানিয়েছেন। তিনি তাঁর অস্থি মজ্জাও পর্যন্ত দান করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। শুধু তাই নয়, তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যেও জানিয়েছেন, এই একই কাজ করতে।
আসন্ন মুভির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, জেনে নিন