ভাইরাল হওয়া কফি মেশিনের ভিডিওতে বিখ্যাত পপ গায়িকা ব্রিটনি স্পিয়ারসের ‘স্ট্রংগার’ গানের সুর
সম্প্রতি একটি কফি মেশিনকে নিয়ে হিচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, ওই কফি মেশিনটিতে ব্রিটনি স্পিয়ারসের 'স্ট্রঙ্গার’ গানের শুরুটির মতো একটি সুর বা বলা ভালো একই আওয়াজে শোনা যাচ্ছে।

ইতিমধ্যেই ব্রিটনি স্পিয়ারস-সাউন্ডিং কফি মেশিনটির ভাইরাল হওয়া ভিডিওটি ৪০,০০০ হাজারেরও বেশি রিট্যুইট হয়েছে। একইসাথে ৭০০০ জন লাইকও দিয়েছেন।
শ্যাম নামে ফিলাডেলফিয়ার একটুইটার ব্যবহারকারী ভিডিওটি প্রথম টুইটারে পোস্ট করেন বলে জানা যায়। ওই টুইট বার্তায় তিনি লেখেন, “আমার হোটেলের কফি মেশিনটি ঠিক ব্রিটনি স্পিয়ার্সের ' স্ট্রঙ্গা র' গানের মতো শোনাচ্ছে।"

যদিও এরপরই অনেক টুইটার ব্যবহারকারীকে কৌতুকের সুরে সমালোচনা করতে দেখা যায়। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, “আপনি কী ধরণের কফি পছন্দ করন? এই কফি তো গতকালের থেকেও 'স্ট্রংগার’। আর একজন লিখেছেন, “ ব্রিটনি ভিরতে আটকে আছেন। ওকে বার করুন। ”