For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কলকাতাও দেখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি 'ভুবন মাঝি'

ফারুক আরেফিন খানের বহু চর্চিত ছবি 'ভুবন মাঝি' শেষমেশ মুক্তির ছাড়পত্র পেল ভারতে। বাংলাদেশের মুক্তি যুদ্ধ নিয়ে তৈরি এই ছবি বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে দেখানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফারুক আরেফিন খানের বহু চর্চিত ছবি 'ভুবন মাঝি' শেষমেশ মুক্তির ছাড়পত্র পেল ভারতে। বাংলাদেশের মুক্তি যুদ্ধ নিয়ে তৈরি এই ছবি বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে দেখানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনরে কাছ থেকে এই ছবি কলকাতায় মুক্তির জন্য ছাড়পত্র পাচ্ছিলনা । শেষমেশ অনেক যুদ্ধের পর এবার মুক্তি পেতে চলেছে এই ছবি।

এবার কলকাতাও দেখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি ভুবন মাঝি

[আরও পড়ুন:রামধনু ছোঁয়ার স্বপ্ন দেখাল এই ট্রেলার-ভিডিও, গরমের ছুটিতে আসছে 'রেনবো জেলি' ][আরও পড়ুন:রামধনু ছোঁয়ার স্বপ্ন দেখাল এই ট্রেলার-ভিডিও, গরমের ছুটিতে আসছে 'রেনবো জেলি' ]

ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশী অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছবিতে রয়েছেন মামুনুর রাশিদ, মজনুন মিজান, কাজি নউশাবা আহমেদ, শুভাশিষ ভৌমিক সহ অনেকে। উল্লেখ্য ভুবন মাঝি ছবিটির সঙ্গীত পরিচালনা করেএছন প্রয়াত লোকসঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য। গতবছর মার্চ মাসে ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। কিন্তু এদেশে মুক্তির জন্য বহুদিন অপেক্ষা করতে হয় ছবিটিকে।

এর আগে ,ফাকরুল খান এই ছবিটির আগে ৩ টি তথ্যচিত্র পরিচালনা করেন। যার মধ্যে ' হকের ঘর', 'অল বদর' -এর মতো ছবি। হকের ঘর ছবিতে লালন ফকিরের শিষ্যকে নিয়ে একটি ঘটনা তুলে ধরেন আরেফিন।পরবর্তীকালে পাকিস্তানি সেনা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তব্য নিয়ে ফিল্ম তৈরি করেন আরেফিন। বাংলাদেশে 'ভুবন মাঝি'ও বেশ চর্চিত এ সমাদৃত ফিল্ম। দক্ষইণ এশিয়া ফিল্ম ট্রেড চুক্তির আওতায় থেকে এবার কলকাতায় মুক্তি পেতে চলেছে ছবিটি।

[আরও পড়ুন:সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে ][আরও পড়ুন:সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে ]

English summary
The Parambrata starrer gets clearance for release in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X