For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নুসরত আর ছক ভাঙা হতে পারলেন না, হঠাৎ করে অভিনেত্রীকে নিয়ে কেন একথা বললেন তসলিমা

নুসরত আর ছক ভাঙা হতে পারলেন না, হঠাৎ করে অভিনেত্রীকে নিয়ে কেন একথা বললেন তসলিমা

Google Oneindia Bengali News

কয়েকদিন আগে পর্যন্ত নুসরত জাহানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশের প্রতিবাদী লেখিতা তসলিমা নাসরিন। তার কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে কেন বদলে গেল অভিনেত্রী সম্পর্কে লেখিকার অভিমত। লম্বা ফেসবুক পোস্ট করে নুসরত জাহানকে এক প্রকার নিশানা করেছেন তসলিমা। গতকালই নুসরত প্রকাশ্যে এনেছেন তাঁর সন্তানের পিতার নাম। তারপরেই দীর্ঘ পোস্ট করে নুসরত সম্পর্কে নিজের ধারনা বদলে যাওয়ার কথা বদলে গিয়েছেন।

ছেলের পিতার নাম প্রকাশ করলেন নুসরত

ছেলের পিতার নাম প্রকাশ করলেন নুসরত

সন্তান সম্ভাবা হওয়ার পর থেকে জল্পনা শুরু হয়ে গিয়েছিল তার সন্তানের পিতার নাম িক। নিখিল জৈন আগেই অস্বীকার করেছিলেন তিনি নুসরতের সন্তানের পিতা নন। ১০ মাস ধরে মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী। তারপরেই সন্তানের জন্মের সময় যশ দাশগুপ্ত পাশে ছিলেন। প্রথম থেকে নুসরতের সঙ্গ যশের সম্পর্ক নিজে জল্পনা ছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ল গতকাল। কলকাতা পুরসভায় ছেলের জন্মের সংশাপত্রে নুসরত তাঁর ছেলের বাবার নামের জায়গায় লিখেছেন দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত।

তসলিমার নিশানা

তসলিমার নিশানা

তারপরেই ফেসবুকে তসলিমা নাসরিন লিখেছেন 'কলকাতার অভিনেত্রী নুসরাতকে সে যতটা না বিল্পবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরাত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরাত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা। নিখিলের সঙ্গে ভারতবর্ষে তার বিয়ে রেজিস্ট্র হয়নি, সুতরাং নিখিলকে তার স্বামী না বলার পেছনে যুক্তি আছে। কিন্তু এইযে লুকোচুরি সন্তানের পিতা কে তা জানানোর ব্যাপারে,তার দরকার ছিল না। আমি অবাক হবো না যদি কোনওদিন প্রকাশ হয় যে গোপনে সে যশকে বিয়েও করেছে। তাহলে যে কোনও ট্রাডিশানাল মেয়ের চেয়ে নুসরাতের তফাৎটা কোথায়?'

নুসরত আলাদা নন

নুসরত আলাদা নন

আগে নুসরতের লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন তসলিমা নাসরিন। তিনি বলেছিলেন বাবা নাম গুরুত্বপূর্ণ নয় সন্তান যিনি জন্মদিচ্ছেন তাঁর অধিকার। তারপরেই ফেসবুকে সেকথা উল্লেখ করে তসলিমা লিখেছেন, 'প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো -- এসব বরং এক্সট্রাঅরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙ্গা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্রাডিশানাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক।'

নুসরত-যশের সম্পর্কে সিলমোহর

নুসরত-যশের সম্পর্কে সিলমোহর

নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্কে কার্যত সিলমোহর দিয়ে দিয়েছে ঈশানের জন্মের সংশাপত্র। গত ১০ মাস ধরে গোটা টলিপাড়ায় যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেটা এক লহমায় উবে গিয়েছে ঈশানের জন্মের সংশাপত্র নিয়ে। তারপরেই যশের সঙ্গে একসঙ্গে কলকাতা পুরসভায় যাওয়া নুসরতের। তারপরেই ছেলের জন্মের সংশাপত্রে পিতার নাম প্রকাশ করা সব জল্পনার অবসান ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Taslima Nasrin facebook post on Nusrat Jahan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X