For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার কমেডি নাইটে ফিরছেন গুত্থি ওরফে সুনীল?

Google Oneindia Bengali News

আবার কমেডি নাইটে ফিরছেন গুত্থি ওরফে সুনীল?
মুম্বই, ২৬ মে : পারিশ্রমিক নিয়ে মনোমালিন্য, সেই কারণে ভারতীয় টেলভিশনের জনপ্রিয় কৌতুক ধারাবাহিক কমেডি নাইট উইথ কপিল থেকে বেরিয়ে গিয়েছিলেন গুত্থি তথা সুনীল গ্রোভার। নিজের একক একটি শো-ও শুরু করেছিলেন স্টার প্লাসে। কিন্তু মুখ থুবড়ে পড়ে সেই অনুষ্ঠান। এখন আবার শোনা যাচ্ছে কপিলের ধারাবাহিকেই ফিরতে চাইছেন সুনীল।

গত বছর নভেম্বর মাসে কমেডি নাইট ছেড়ে বেরিয়ে যান সুনীল। এই অনুষ্ঠানে কপিলের পাশাপাশি গুত্থি চরিত্রটিও অত্যন্ত জনপ্রিয় ছিল। এমনকী একটা সময় জনপ্রিয়তার নিরিখে কপিলকেও টক্কর দিতে শুরু করেছিলেন সুনীল অভিনীত গুত্থি। এর ফলে কপিল ও সুনীলের দূরত্ব বাড়তে থাকে। এর পর সুনীল স্টার প্লাসে প্রাইম টাইমে ম্যাড ইন ইন্ডিয়া নামের একটি কৌতুক ধারাবাহিকে একক সঞ্চালক হিসাবে কাজ শুরু করেন। এদিকে গুত্থির চলে যাওয়ার পর সেই জায়গায় রাজু শ্রীবাস্তর, গৌরব গেরাকে বিভিন্ন চরিত্রে নিয়ে আসা হলেও গুত্থির জায়গা কেউই নিতে পারেননি।

সুনীলের জনপ্রিয়তা কমেডি নাইটের মাধ্যমে বাড়লেও নতুন অনুষ্ঠানে তাঁর গ্রহণযোগ্যতা একেবারে ছিল না বললেই চলে। সুনীলের এই অনুষ্ঠান দর্শক টানতে ব্যর্থ হয়। এই ব্যর্থতা সুনীলের কমেডি নাইটে ফেরার ক্ষেত্রে একটা বড় কারণ তো বটেই।

সূত্রের খবর অনুযায়ী, কপিলও সুনীলের অনুপস্থিতি অনুভব করছিলেন কমেডি নাইটে। তাই তিনি আগেই জানিয়েছিলেন সুনীল যে কোনও সময় চাইলেই আবার ফিরতে পারে অনুষ্ঠানে। সেই অনুযায়ী, সুনীল যদি সত্যিই এই অনুষ্ঠানে ফিরে আসার সিদ্ধান্ত নেন, তাহলে কপিল শর্মার তরফেও কোনও বাধা থাকবে না।

এদিকে, গুত্থি তথা সুনীল অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে জাওয়ায় সেই জায়গায় অনেকটাই লাইমলাইটে চলে এসেছিল গুত্থির বোন পলক ওরফে কিকু। গুত্থি না থাকায় পলক এই অনুষ্ঠানের আকর্ষণ হয়ে উঠছিলেন। কিন্তু গুত্থি ফিরে আসলে তা বাকিদের পক্ষে এবং অনুষ্ঠানটির পক্ষে লাভজনক হলেও পলকের জন্য তা অবশ্য খুব এখটা সুখকর নয়।

যদিও সুনীল গ্রোভার কমেডি নাইটে ফিরে আসলেও গুত্থি হিসাবেই তিনি অভিনয় করবেন নাকি তাঁকে অন্য কোনও চরিত্র দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনওকিছু স্পষ্টভাবে জানা যায়নি।

English summary
Sunil Grover to return to Comedy Nights?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X