For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় অক্ষয়ের কবিতা শুনে প্রতিক্রিয়ার সৌরভ কী বললেন! 'মিশন মঙ্গল' ঘিরে চড়ছে পারদ

'আকাশ যত উঁচুতে থাক না কেন, বেশি দূর বহুদূর পৌঁছে যাবে...' আকাশ ছোঁয়া এক স্বপ্নের পাহাড়কে বাস্তব করে দেখিয়েছিলেন এদেশের কয়েকজন মহিলা বিজ্ঞানী।

  • |
Google Oneindia Bengali News

'আকাশ যত উঁচুতে থাক না কেন, বেশি দূর বহুদূর পৌঁছে যাবে...' আকাশ ছোঁয়া এক স্বপ্নের পাহাড়কে বাস্তব করে দেখিয়েছিলেন এদেশের কয়েকজন মহিলা বিজ্ঞানী। এবার তাঁদের সেই অসামান্য লড়াই ও স্বপ্নের উড়ানের কথা বলবে অক্ষয় কুমার , বিদ্যা বালান , তাপসী পান্নু , সোনাক্ষী অভিনীত ছবি 'মিশন মঙ্গল'। ছবির প্রোমোশনের জন্য কয়েকটি আবাদা আলাদা ভাষাতে এক মন ছুঁয়ে যাওয়া কবিতা আবৃত্তি করেছেন অক্ষয়। আর বাংলায় সেই আবৃত্তি শুনে তার প্রতিক্রিয়া দিয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

মারাঠিতে অক্ষয়ের কবিতা

মূলত শাঁখা, সিঁদুর, মঙ্গলসূত্রের বাইরে গিয়েও যে দেশের মহিলারা দেশকে 'মঙ্গল' এর পথে পৌঁছে দিতে পারেন , তাই নিয়েই এই কবিতা। কবিতার একটি ভাগ মারাঠিতে যেমন আবৃত্তি করেছেন অক্ষয়। তেমনই , তিনি তা বাংলা, পাঞ্জাবী , তামিলেও আবৃত্তি করেন।

বাংলায় অক্ষয়ের কবিতা

বাংলায় অক্ষয়ের এই কবিতাতেও একইভাবে দেশের নারী শক্তির প্রতি কুর্ণিশ জানানো হয়েছে। 'মঙ্গলসূত্র গলায় নিয়ে মঙ্গল কামনা' র বার্তা দিয়েছে অক্ষয়ের এই কবিতা।

সৌরভের প্রতিক্রিয়া

সৌরভ এই প্রোমোটি দেখে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টুইট বার্তায়। তিনি বলেন 'মিশন মঙ্গল মহিলাদের শক্তি, সাহসকে কুর্ণিশ জানাচ্ছে। ..'
এরপরই তিনি লেখেন 'বাংলায় প্রোমো দেখুন।' সৌরভের প্রতিক্রিয়ার পর অক্ষয় 'থ্যাঙ্কু দাদা বলে' মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করতেও ভোলেননি।

English summary
Sourav Ganguly Reacts To Bengali version of Akshay Kumar's Yeh Sindoor .Check out what sourav said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X