মাদককাণ্ডে মুক্তি পেলেন শিলাজিৎ পুত্র ধী মজুমদার ও তাঁর বন্ধুরা
অবৈধ মাদক রাখার অভিযোগ। আর সেই অভিযোগ নামী সঙ্গীত শিল্পী শিলাজিতের পুত্র ধী মজুমদার গ্রেফতার হয়েছেন টলি ক্লাবের সামনে থেকে। গ্রেফতারির সময়ও তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। যদিও পরে ধী ও তাঁর বন্ধুরা মুক্তি পেয়ে যান।

শুক্রবার গভীর রাতে দুই বন্ধুর সঙ্গে ব্যালেনো গাড়িতে করে যাচ্ছিলেন শিলাজিৎ ছেলে ধী। টলি ক্লাবের কাছে দেশপ্রাণ শাসমল রোডে রুটিন তল্লাশি করছিলেন রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও ডিউটি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তল্লাশি চালানোর সময় তাঁরা দেখেন, রীতিমতো মদ্যপ অবস্থায় রয়েছেন ধী ও তাঁর দুই বন্ধু। তারপর গাড়ি তল্লাশি করার সময় গাড়ির পিছনের সিট থেকে উদ্ধার হয় প্রায় ৪০০ গ্রাম গাঁজা। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, পুলিশ যখন ধীকে পাকড়াও করে, তার আগে তাঁকা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় অসলংগ্ন কথাবার্তা বলতে শুরু করেন ধী। এরপর পুলিশের সন্দেহ হতেই বেরিয়ে আসে একাধিক তথ্য়। আর তার জেরেই এই গ্রেফতারি বলে খবর।