সিংহম রিটার্নস-এ ২৫০০ পুলিশকর্মী উর্দির বদলে পরবেন অন্তর্বাস, সমালোচনা বিভিন্ন মহলে

সিংহম ছবির সাফল্যের পর এই ছবির সিকোয়েল তৈরি করবেন বলে জানিয়ে দিয়েছিলেন পরিচালক রোহিত শেঠী। তিনি কথা রেখেছেন। সিংহম- ছবির সিকোয়েল হিসাবে সিংহম রিটার্ন বানাচ্ছেন তিনি। এই ছবিতেও সিংহমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ। আগের বারের মতো এই ছবিতেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই সিংহমের।
কিন্তু এই ছবিতে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা গিয়েছে, যা বেশ চমকপ্রদও বটে। তা হল সূত্রের খবর অনুযায়ী, শোনা গিয়েছে, এই প্রথমবার কোনও বলিউড ছবির জন্য ২৫০০ পুলিশকর্মীকে দেখা যাবে একটি দৃশ্যে, যারা উর্দির বদলে হাতকাটা স্যান্ডো গেঞ্জি পড়ে সরকারের সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পথে নামবেন। বলার অপেক্ষা রাখে না যে তাদের নেতৃত্ব দেবেন অজয় দেবগণ।
রোহিত শেঠী সবসময় নিজের ছবিতে বিনোদনের একাধিক মশলা মেশান ঠিকই কিন্তু নতুন কিছু যা সবকিছুর থেকে আলাদা তা করে দেখানোর একটা প্রচেষ্টা করেন। কিন্তু তার জন্য মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এবারও পুলিশদের উর্দি না পরার দৃশ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে পরিচালককে। অজয় দেবগণ অভিনেতা, তাকে এমন বহু দৃশ্য়ে অভিনয় করতে হলেও, আসল পুলিশকর্মীরা সিনেমার একটি দৃশ্যের জন্য উর্দির জামাটি না পরায় উর্দির অপমান করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
শুধু উর্দি বিতর্ক নয়, দেশে যেখানে অপরাধ ক্রমশ বেড়ে চলেছে, নিরাপত্তার অভাবে ভুগছেন নাগরিকরা, সেখানে প্রায় ২৫০০ পুলিশকে ব্যবহার করা হয়েছে বিনোদনমূলক ছবির জন্য। যা কখনওই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।