For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত রত্ন'কে অপমান! বিজেপির নিশানায় জনপ্রিয় গায়ক

২০১৬ সালের নির্বাচনে অসমে বিজেপির জন্য গান গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। তবে এনআরসি ইস্যুতে ক্রমেই তাঁর ক্ষোভ গিয়ে পড়ে বিজেপি-র বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালের নির্বাচনে অসমে বিজেপির জন্য গান গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। তবে এনআরসি ইস্যুতে ক্রমেই তাঁর ক্ষোভ গিয়ে পড়ে বিজেপি-র বিরুদ্ধে। পাশাপাশি তাঁর দাবি, যাঁরা তাঁর গান শুনে উদ্বুদ্ধ হয়ে বিজেপি কে ভোট দিয়েছিলেন সেই ভোট ফিরিয়ে দিক পদ্ম শিবির। জুবিন গর্গের সেই বক্তব্যের পর তাঁর সাম্প্রতিক এক গানে উঠে আসে ভারত রত্নকে নিয়ে।

ভারত রত্নকে অপমান! বিজেপির নিশানায় জনপ্রিয় গায়ক

'পলিটিক্স না করিব বন্ধু', জুবিন গর্গের এই গান এখন অসমে বেশ জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। এই গান গাওয়ার আগে ভারত রত্নকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করেন জুবিন গর্গ। এক ভিডিও ক্লিপে দেখা যায় জুবিন ভারতরত্ন প্রসঙ্গে অসাংবিধানিক করেছেন। আর সেই ভিডিও ঘিরেই এবার বিজেপি একহাত নিয়েছে জুবিনকে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

ভারত রত্নকে অপমান! বিজেপির নিশানায় জনপ্রিয় গায়ক

অসমের হইজইয়ে দায়ের হয়েছে জুবিনের বিরুদ্ধে এফআইআর। বিজেপির তরফে দাবি করা হয়েছে, জুবিন অসমীয়া সংস্কৃতিকে অপমান করেছেন। পাশাপাশি এই বছর ভারতরত্ন প্রাপ্ত ভূপেন হাজারিকাকেও অপমা করেছেন। ভারতরত্ন দেশের সর্বোচ্চ পুরস্কার। উল্লেখ্য, অসমীয়া শিল্পী ভূপেন হাজারিকাকে মরোনোত্তর ভারতরত্ন প্রদান করা হয় ২০১৯ সালে। তারপরই জুবিনের গান 'পলিটিক্স না করিব বন্ধু' ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির দাবি ওই গানের ক্লিপের মাধ্যমে ভূপেন হাজারিকাকে অসম্মান করেছেন জুবিন।
English summary
Singer Zubeen Garg Booked for 'Insulting' Bharat Ratna in Assam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X