বলিউডের এইসব সফল গায়িকাদের সৌন্দর্য ফেল ফেলাবে নায়িকাদেরও
বলিউডে নায়িকাদের রূপের চর্চা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কোন নায়িকা কী পোশাক পরলেন, কোন নায়িকা কখন কেমন গয়না পরছেন, বা নায়িকাদের ফ্যাশন ট্রেন্ড কী সব নিয়ে আলাপ আলোচনার শেষ নেই দর্শক মহলে। নায়িকাদের সুন্দর রূপে ঘুম উড়ে যায় ফ্যানেদের। আর প্রিয় নায়কার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতেও পিছুপা হন না ফ্যানেরা। কিন্তু বলিউডের নায়িকাদের পাশাপাশি অনেক গায়িকাও আছেন যারা শুধুমাত্রই যে নিজেদের সুরের জাদুতে সবাইকে মুগ্ধ করেন তাই নয়, সেইসঙ্গে তাঁদের অসাধারণ রূপ ফেল ফেলিয়ে দিতে পারে যেকোনও নায়িকাদেরও। দেখে নেওয়া যাক বলিউডের সেই সব সুরেলা পরীদের।

শ্রেয়া ঘোষাল
বলিউডে আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তি বা অলকা ইয়াগ্নিকের পরবর্তীতে যদি এমন কেউ থেকে থাকেন যিনি এই মুহূর্তে সবথেকে বেশি সংখ্যক গান গাওয়ার পাশাপাশি ভার্সাটাইল সিঙ্গারের মুকুট মাথায় পরতে পারেন তিনি হলেন শ্রেয়া ঘোষাল। 'দ্বিতীয় লতা মঙ্গেসকর' নামে খ্যাত শ্রেয়ার সৌন্দর্য নিয়েও চর্চা কিছু কম হয়না। মেকআপ নিয়ে তো বটেই, বিনা মেকআপেও তিনি যথেষ্ট সুন্দরী।

মোনালি ঠাকুর
গায়ক শক্তি ঠাকুরের মেয়ে হলেও নিজের আজ অনন্যা হয়েছেন মোনালি ঠাকুর। বেশ কটি ফিল্ম ফেয়ারের তকমাও আছে তাঁর ঝুলিতে। আর গানের পাশাপাশি তিনি রূপেও বশ করতে পারেন সবার মন। এছাড়া কয়েকটি ছবি ও সিরিয়ালে অভিনয় ও করেছেন মোনালি ঠাকুর।

নেহা কক্কর
নেহা কক্কর তাঁর ইউনিক স্টাইলের জন্য বেশ জনপ্রিয় দর্শকমহলে। নাচে, গানে, অভিনয়ে এককথায় সবাইকে মাতিয়ে দিতে পারেন তিনি। বলিউডের প্রথম সারির এই গায়িকার প্রেম জীবন ও বিয়েও সবার চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে।

নীতি মোহন
জনপ্রিয় নৃত্যশিল্পী শক্তি ও মুক্তি মোহনের বড় বোন নীতি মোহন বলিউডের অন্যতম সফল প্লেব্যাক সিঙ্গার। কিন্তু গানের সঙ্গে খুব ভালো নাচও করেন তিনি। তাঁর সুন্দর রূপে মুগ্ধ বহু অনুরাগীরা।

আকৃতি কক্কর
বলিউডের বর্তমান হিট গায়িকাদের মধ্যে অন্যতম আকৃতি কক্কর। 'অভি অভি', 'খুদায়া খ্যায়ের', জিসম-২, 'বাত্তি গুল' এর মত একাধিক বলিউড গানের পাশাপাশি চুটিয়ে বাংলা গানও করেছেন আকৃতি। এছাড়াও একাধিক মিউজিকাল রিয়ালিটি শোতে বিচারকের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। আর গানের সুরেলা মিষ্টি গলার সঙ্গে সঙ্গে তাঁর সৌন্দর্যের কাছে লজ্জা পেয়ে যান নায়িকারাও।
