For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত কেন হবে না প্রশ্ন কলকাতা হাইকোর্টের! প্রতারণা মামলায় সংকটে 'বাদশা'

বড়সড় সংকটে 'বাদশা'

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা আইআইপিএম-এর সঙ্গে শাহরুখ খান কিভাবে জড়িত? এই প্রশ্নের জবাব শাহরুখের থেকে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বহুদিন ধরে দিল্লির ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পড়ুয়াদের প্রতারণার অভিযোগ রয়েছে।

 রেড চিলিস ও আইআইপিএম যোগ

রেড চিলিস ও আইআইপিএম যোগ

প্রসঙ্গত, অরিন্দম চৌধুরির আইআইপিএম -এর বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে শাহরুখকে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত , গত ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে আইআইপিএম। আর তার জন্যই এমন পরিস্থিতি।

কেন জড়িয়ে পড়লেন শাহরুখ?

কেন জড়িয়ে পড়লেন শাহরুখ?

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে একটি মামলায় জানানো হয়েছে, কাগজে আইআইপিএম এর বিজ্ঞাপনে শাহরুখের ছবি দেখেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়েছিল এক পড়ুয়া। কারণ শাহরুখ ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। যে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচুর মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে।

শাহরুখের আইনজীবী যা জানিয়েছে

শাহরুখের আইনজীবী যা জানিয়েছে

মামলায় শাহরুখের বিরুদ্ধে দায়ের করা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তাঁর আইনজীবী। তিনি জানিয়েছেন একটি দুটি বিজ্ঞাপনেই শুধু শাহরুখকে দেখা গিয়েছে। এরপরই আদালত জানিয়ে দিয়েছে, শাহরুখের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হবে না এই মামলায় , তা জানাতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। পাশাপাশি, শাহরুখকেও প্রশ্ন করা হয়েছে, ওই প্রতারক সংস্থার সঙ্গে কিভাবে যোগ রয়েছে তাঁর, তা যেন আদাবতের কাছে স্পষ্ট করেন তিনি।

English summary
Shahrukh in trouble in iipm Case, Calcutta High court Asks explanation .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X